নিজেদের জীবন বাজি রেখে বাঁকুড়ার হিড়বাঁধ এ করোনা রোগীর সৎকার করল বাঁকুড়ার রেড ভলেন্টিয়ারা

Spread the love

নিজস্ব সংবাদদাতা ,বাঁকুড়া :-  নিজেদের জীবন বাজি রেখে বাঁকুড়ার হিড়বাঁধ এ করোনা রোগীর সৎকার করল বাঁকুড়ার রেড ভলেন্টিয়ারা। মানব সেবার আদর্শ নিয়েই বজ্র কঠিন মানসিকতা আর অসম্ভবকে সম্ভব করার সংকল্প নিয়ে যারা করোনা মহামারীর এই কঠিন দুঃসময়ে দেবদূতের মত মানুষের বিপদ এসে হাজির হচ্ছে তারা হল বাম ছাত্র যুব সংগঠনের রেড ভলেন্টিয়ার্স রা। কখনো অক্সিজেনের যোগান কখনো ওষুধের আবার কখনো খাবার নিয়ে তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে পৌঁছে যাচ্ছে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে। এসবের বাইরে ও করোনা আক্রান্ত ব্যক্তিকে সৎকার করার মত লোকনাথ আঁকলেও তারা নিজেদের জীবনকে বাকি রেখে সরকারও করছে করোনা রোগীর। এই রকম একটি ঘটনা ঘটে বাঁকুড়া জেলার হিড়বাঁধ ব্লকের গোপালপুর অঞ্চলের বানসা গ্রামে। কৃষ্ণপদ মাঝি ,,বয়স 65,, করোনা রোগে মৃত্যু হয় তার। গ্রামের মানুষজন সংক্রমনের ভয়ে এই ব্যক্তিকে দাহ করতে রাজি হয়নি। খবর দেওয়া হয় হিড়বাঁধ ব্লক ও পুলিশ প্রশাসনকে। কিন্তু তারাও ওই ব্যক্তির সৎকারের কোন ব্যবস্থা করেনি বলে অসমর্থিত সূত্রে জানা যায়। অবশেষে খবর যায় বাঁকুড়ার রেট ভলেন্টিয়ার দের কাছে। নিজেদের জীবনের বাজি রেখে তারা বাঁকুড়া থেকে হিড়বাঁধ এর বানসা গ্রামে এসে ওই করোনা রোগীর সৎকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.