বারুইপুর পূর্বের বিধান সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান

Spread the love

বারুইপুর পূর্বের বিধান সভার যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি রবিউল হক বৈদ্য হাত ধরে বিজেপির ব্লক সমতির প্রার্থী তৃনমূল কংগ্রেস যোগদান।

মোমিন আলি লস্কর জয়নগর:-

বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়ক বিভাস সরদার ও বারুইপুর ব্লকের ব্লক সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর নির্দেশে বারুইপুর পূর্বের দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের উদ্দেশ্যে বারুইপুর পূর্ব বিধানসভা ছাত্র-যুব তৃণমূল কংগ্রেস ছাত্র যুব জনসংযোগ যাত্রা অনুষ্ঠিত হলো আজ জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের ধোসা- চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। সামনে ২০২৬ বিধানসভা নির্বাচন।২০২৬ বিধিনসভা নির্বাচন কে পাখির চোখ করে ভোটের আগে বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়ক বিভাস সরদার ও বারুইপুর ব্লকের ব্লক সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর বারুইপুর পূর্বের বিধান সভার বিভিন্ন এলাকায় যুব ছাত্র জনসংযোগ কর্মসূচীর মধ্য দিয়ে শিক্ষিত সমাজকে তৃনমূল কংগ্রেসের ছত্রছায়ায় নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন।

তেমনি চিত্র দেখা গেল আজ ধোষা-চন্দনেশ্বর গ্ৰামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। বারুইপুর পূর্ব বিধান সভার তৃনমূল কংগ্রেসের যুবসভাপতি রবিউল হক বৈদ্য ধোষা-চন্দনেশ্বর গ্ৰামপঞ্চায়েত যুব ছাত্র জনসংযোগে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা যুব ছাত্র সংগঠনের পক্ষথেকে ধোষা-চন্দনেশ্বর গ্ৰামপঞ্চায়েত আজ বিভিন্ন এলাকায় জনসংযোগ যাত্রার কর্মসূচি পালন করছি। দীর্ঘ দুই মাস যাবত আমরা বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়কের নির্দেশে বারুইপুর বিধান সভার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি সফল ভাবে চালিয়ে যাচ্ছি।এই কর্মসূচির মূল লক্ষ হল শিক্ষিত সমাজ কে তৃনমূল কংগ্রেসের ছত্রছায়ায় নিয়ে আসা।আমরা কয়েকটি মোড়ের মাথায় লোক জড়ো স্তলে উপস্থিত হয়ে আমাদের তৃনমূল কংগ্রেসের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি তাদের সামনে তুলে ধরেছি এবং তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষোপউপড়ে তুলে ধরেন।

ধোষা-চন্দনেশ্বর গ্ৰামপঞ্চায়েত ২৮৫ নং বুথে বিজেপির ব্লক সমিতির প্রার্থী শঙ্কর বেনে হাতে বারুইপুর পূর্ব বিধান সভার ছাত্র -যুব তৃনমূল কংগ্রেসের যুব সভাপতির তৃনমূল কংগ্রেসের পতাকা তুলেদিলেন। বিজেপির ব্লক সমিতির প্রার্থী শঙ্কর বেনে তৃনমূল কংগ্রেসের পতাকা নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি বিজেপির মন্ডল সভাপতি ,ব্লক সমিতির প্রার্থী পদে ভোটে লড়েছি কিন্তু আমি দেখলাম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কালানিধি চলছে। বর্তমানে ১০০ দিনের টাকা রাজ্যকে দেয়নি ।আবাসযোজনার টাকা আটকে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উন্নয়ন কথা ভোলা যায়না । তিনি প্রাণপন দিয়ে বিভিন্ন প্রকল্প মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন।এই কারনে আমি বিজেপি থেকে তৃনমূল কংগ্রেসের ছত্রছায়ায় এসেছি। তিনি বলেন আমি আজ একা জয়ের হয়েছি এর আমি আমার সমস্ত কর্মীদের নিয়ে জয়ন করবো।
ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চলের যুব সভাপতি সুব্রত মন্ডল বলেন।’যুব ছাত্র জনসংযোগ যাত্রা’ কর্মসূচির মাধ্যমে জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের ২৮ টি বুথে প্রতিটি গ্রামে পৌঁছে যাব । পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন মূলক প্রকল্পের মাধ্যমে মহিলাদের একাধিক প্রকল্প হয়েছে। মহিলাদের সেই প্রকল্পের সুবিধা গুলি পাচ্ছে কিনা অসুবিধা সেগুলো দেখা হবে। ও আগামী দিনে বারুইপুর বিধানসভা ছাত্র যুব রা এগিয়ে আসবে। তার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। “ ছাত্র যুব জনসংযোগ যাত্রা ” এই কর্মসূচির মাধ্যমে বলে জানান। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবিউল হক বৈদ্য, তুফান ঘোষ আজগার সহ অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.