দীর্ঘ ৮১ বছরের যাত্রার সমাপ্তি, আর শোনা যাবে না বিবিসি বাংলা রেডিও
ওয়েব ডেস্ক- নতুন বছরের শুরুতেই স্মৃতির পাতায় জায়গা নিল ‘বিবিসি বাংলা’ । শনিবার রাতেই বিবিসি বাংলা রেডিওতে সম্প্রচারিত হয় দুটি অনুষ্ঠান। তারফলে, দীর্ঘ ৮১ বছরের যাত্রার সমাপ্তি হল বিবিসি বাংলা রেডিও-র অনুষ্ঠানের। শনিবার, বছরের শেষ দিনে, বিবিসি বাংলা রেডিওতে সম্প্রচারিত হয় ‘প্রবাহ’ এবং ‘পরিক্রমা’ নামের দুটি অনুষ্ঠান। লন্ডন থেকে ‘প্রবাহ’ সংবাদ উপস্থাপনা করেন মানসী বড়ুয়া। এবং সাময়িক প্রসঙ্গ নিয়ে , ঢাকা থেকে আকবর হোসেনের ‘পরিক্রমা’-র মধ্যে দিয়েই পথচলা শেষ করল বিবিসি বাংলার রেডিও সম্প্রচার। বিবিসি বাংলার রেডিও সম্প্রচার শেষ হয়ে যেতেই মন খারাপ কয়েক কোটি বাঙালির
প্রসঙ্গত, বিবিসি থেকে বাংলায় সম্প্রচার শুরু হয় ১৯৪১ সালের ১১ই অক্টোবর। প্রথমে এর অনুষ্ঠান হত সপ্তাহে মাত্র ১৫ মিনিটের। ১৯৬৫ সালে বিবিসি বাংলা নিয়মিত সংবাদ পরিবেশন শুরু করে। অচিরেই বাংলাদেশ (Bangladesh) এবং অন্য দেশের বাঙালির কাছে জনপ্রিয়তা পায় বিবিসি বাংলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সময় নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার পরে তা মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করে। কারণ মানুষ তখন যুদ্ধের খবরের জন্য পুরোপুরি নির্ভর করত বিবিসি বাংলার ওপর। ২০০৭ সালের জানুয়ারি মাসে আরও সম্প্রসারণ হয় বিবিসির বাংলা অনুষ্ঠানের। বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থার করার সঙ্গেই ঢাকা থেকেও সম্প্রচারিত হয় অনুষ্ঠান। তবে, ক্রমে রেডিওর শ্রোতা কমতে শুরু করে। তাই বাংলাদেশের (Bangladesh) একটি টেলিভিশন চ্যানলের সহযোগিতায় ‘বিবিসি প্রবাহ’ নামক সাপ্তাহিক অনুষ্ঠান শুরু হয় ২০১৫ সালে
বিবিসি (BBC) একটি সমীক্ষা চালিয়ে দেখে, মানুষ এখন খবরের জন্য টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমকে বেছে নিচ্ছে। আর্থিক সংকটের কারণে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই বিবিসি সিদ্ধান্ত নেয়, বাংলা সহ ১০টি ভাষায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ‘ডেডলাইন’ দেওয়া হয় ২০২০ সালের ৩১ ডিসেম্বর। তবে, রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হলেও বিবিসি বাংলা (BBC Bangla) পুরোপুরি বন্ধ হচ্ছে না। এবার, এই সময়ের চাহিদা মেনে টেলিভিশন এবং অনলাইন বা ডিজিটাল খবরের দিকে জোর দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া