এখন ও ভোট গ্রহণের দু দফা বাকি বিরোধীরা সরকার গঠনের গুটি সাজানো শুরু করল

Spread the love

অয়ন বাংলা,নিইজ ডেস্ক:- ভোটগ্র্হণ পর্ব এখনও শেষ হয় নি ,শুরু হয়ে গেল সরকার গডঠনের কূট কৌশল। এখনও লোকসভা নির্বাচনের দু’‌দফা বাকি। কিন্তু তার আগেই বিরোধীরা স্ট্র‌্যাটেজি সাজিয়ে ফেলেছে। ষষ্ঠ এবং সপ্তম দফার নির্বাচন শেষে তাঁরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন। কারণ দু’‌টি। এক, যাতে নিজেদের ভাবমূর্তি সেখানে উজ্জ্বল করা যায়। দুই, একক বৃহত্তম দল হিসাবে ডেকে নিয়ে সরকার গঠন করার আহ্বান না করেন। তাই এই সাক্ষাৎ বলে সূত্রের খবর।
বিজেপি বিরোধী ২১টি রাজনৈতিক দল একটি চিঠি লিখে তাতে সই করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বলে ঠিক হয়েছে। সেখানে তাঁরা বিকল্প সরকার গঠনের দাবি জানাবেন। সূত্রের খবর, এই অস্বাভাবিক পদক্ষেপের কারণই হল যাতে একক বৃহত্তম দল হিসাবে কাউকে ডেকে না নিয়ে আঞ্চলিক দলগুলির জোটকে যাতে সরকার গড়ার সুযোগ দেওয়া হয়। লোকসভায় ৫৪৩টি নির্বাচিত সদস্য লাগে। আর ম্যাজিক ফিগার হল ২৭২। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ২৮২টি আসন এককভাবে পেয়েছিল। আর এনডিএ জোট করে তা পৌঁছেছিল ৩৩৬ আসনে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে রাষ্ট্রপতি কে আর নারায়ণন আহ্বান করেছিলেন অটলবিহারী বাজপেয়ীকে সরকার গঠনের জন্য। তখন সমর্থনের চিঠি দেওয়া হয়েছিল। তারপর রাষ্ট্রপতি নারায়ণন তাঁকে ডাকেন আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গঠন করার জন্য। তখন বিজেপি জিতেছিল এককভাবে ১৭৮টি আসন। জোট গঠন করে তা হয়েছিল ২৫২ আসনে। আর পাওয়া গিয়েছিল বাইরে থেকে সমর্থন। তবে তা ২০ মাসের পর সরকার পড়ে গিয়েছিল। আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে। যদিও ১টি ভোটের অভাবেই সরকার পড়ে যায়। যা সত্যিই বিরল রাজনীতির ইতিহাসে।
শেষ পাঁচ বছরেও দেখা গিয়েছে মণিপুর, গোয়া, কর্নাটকে সরকার গড়তে গিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এদিকে আবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও অবিজেপি–অকংগ্রেসি সরকার গঠন করার পরিকল্পনা করছেন। দেশের শেষ দফার নির্বাচন ১৯ মে। তারপর তেইশেনমে ফল প্রকাশ তখন দেখা যাবে শেষ হাসিটা কে হাসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.