বিহারের শেষ দফার ভোটের আগে হূঙ্কার লালু পুত্র তেজস্বী যাদবের পরিবর্তন আসছেই । 

Spread the love

 

ওয়েব ডেস্কক, পাটনা: বিহারের শেষ দফার ভোটের আগে হূঙ্কার লালু পুত্র তেজস্বী যাদবের হূঙ্কার পরিবর্তন আসছেই ।   পরিবর্তন অপেক্ষা করছে বিহারে৷ তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই এমন আত্মবিশ্বাসী বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব৷ এলজেপি নেতা চিরাগ পাসোয়ানেরও দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে ফিরছেন না নীতীশ কুমার৷

আজ, শনিবার বিহারে শেষ এবং তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে৷ আগামী ১০ নভেম্বর ফল ঘোষণা৷ এ দিন সকালে তেজস্বী যাদব ট্যুইটারে লেখেন, ‘বিহারে গঙ্গা, গন্ডক এবং কোশিতে পরিবর্তনের স্রোত বইছে৷ পরিবর্তনের ঢেউ জোরাল হচ্ছে৷ বিহারের সোনালি ভবিষ্যৎ, সার্বিক উন্নয়ন, শান্তির জন্য অবশ্যই ভোট দিন৷’ সংবাদমাধ্যমের সামনেও তেজস্বী দাবি করেন, তৃতীয় দফার ভোটেও তাঁরাই জয়ী হবেন৷

এ দিন বিহারে মোট ৭৮টি আসনে ভোট গ্রহণ চলছে৷ মোট ১২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে৷ রাজ্য বিধানসভার স্পিকার ছাড়াও মন্ত্রিসভার ১২জন সদস্যের ভাগ্য নির্ধারণ হবে আজ ।

তবে তৃতীয় দফার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে আসাদউদ্দিন কোয়াসির এআইএমআইএম৷ কোশি-সীমাঞ্চল এলাকার মুসলিম প্রভাবিত বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছে তারা৷ আসাদউদ্দিন নিজে এই এলাকায় শেষ দফায় ভোট প্রচারে অংশ নিয়েছেন৷ পাশাপাশি এই অঞ্চলেই পাপ্পু যাদবের জন অধিকার পার্টিরও যথেষ্ট দাপট রয়েছে৷ আরজেডি-র সামনে তারাও নিজেদের প্রমাণ করতে মরিয়া৷ কারণ দুই দলেরই মূল ভরসা যাদব ভোট ব্যাঙ্ক৷

বিরোধী দলগুলির আত্মবিস্বাস এবার বিহারে পরির্বতন শুধু সময়ের অপেক্ষা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.