লকডাউনে প্রতিদিনই ত্রাণ পরিষেবা দিয়ে চলেছে বেহালা মর্নিং ফুটবল কোচিং ক্যাম্প
পরিমল কর্মকার ,কোলকাতা:- লকডাউনের মধ্যে প্রায় প্রতিদিনই নিয়ম করে দুঃস্থ অসহায় মানুষকে অন্ন পরিবেশন কিংবা খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছে বেহালার মর্নিং ফুটবল কোচিং ক্যাম্প।
প্রসঙ্গত: করোনা সংক্রমণ মোকাবিলায় একটানা প্রায় ২ মাস ধরে বন্ধ চলছে। সাধারণ মানুষ এখন আর্থিক সংকটের সম্মুখীন। গরিব মানুষের দুর্দশা আরও ভয়াবহ। এই পরিস্থিতিতে বেহালা মর্নিং ফুটবল কোচিং ক্যাম্পের উদ্যোগে প্রতিদিনই এলাকার দুই শতাধিক দুঃস্থ অসহায় মানুষকে রান্না করা খাবার পরিবেশন কিংবা চাল, ডাল, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা চলছে বলে জানা গিয়েছে।
I
এব্যাপারে ওই কোচিং ক্যাম্পের কর্ণধার তথা ফুটবল প্রশিক্ষক তপন ঘোষ জানান, সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে বিপদাপন্ন দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য। তিনি বলেন, প্রতিদিনের মতোই আজ শনিবারও (১৬ মে) ১৩০ জন মানুষকে চাল, ডাল, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।