স্বাধীনতা দিবসে বিধয়িকা রত্না চ্যাটার্জীকে নাগরিক সম্বর্ধনা দিল বেহালা শ্রীসংঘ
পরিমল কর্মকার (কলকাতা) : স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট একটি অনুষ্ঠানে বেহালা পূর্বের নব নির্বাচিত তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়কে নাগরিক সম্বর্ধনা দিল বেহালা শ্রীসংঘ ক্লাব।
জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পর থেকেই বেহালা পূর্ব কেন্দ্রটি কার্যত: বিধায়ক শূন্য অবস্থায় পড়ে ছিল। কারণ শোভনবাবু বিজেপিতে গেলেও বিধায়ক পদটি ছাড়েন নি। তাই সেখানে বিগত প্রায় ৪ বছর ধরে বিধায়কের কাজ চালানোর মতো তেমন কোনও ব্যক্তি না থাকায় বহু কাজই ব্যাহত হচ্ছিল বলে জানান এলাকার বাসিন্দারা।
বিগত বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বে শোভন জায়া রত্না চট্টোপাধ্যায় নির্বাচিত হওয়ায় এলাকার মানুষের মনে খুশির হাওয়া। স্থানীয় ক্লাব শ্রীসংঘ কতৃপক্ষেরও ভাবনা ছিল দীর্ঘদিন বাদে এলাকায় একজন বিধায়িকা পেয়ে তারা তাকে যথাযোগ্য সম্মান দেবে। আর এই সুযোগটাই এসে গেল স্বাধীনতা দিবসের দিন। ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত সদস্যরা রত্নাদেবীকে সংবর্ধনায় আপ্লুত করলেন।
উল্লেখ্য, রত্না চট্টোপাধ্যায়ও সম্বর্ধনা পেয়ে শ্রীসংঘ ক্লাবের কর্মকর্তা সহ এলাকার সমস্ত মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবার থেকে মানুষের যেকোনো সমস্যায় তিনি পাশে থাকবেন বলে আশ্বাসও দেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুর প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিং ও অন্যান্য নেতৃবৃন্দ।