*খাদ্য* *সামগ্রী* *বিতরণ* *বেহালার* *১২১* *নম্বর* *ওয়ার্ডে*
পরিমল কর্মকার বেহালা কোলকাতা:- দক্ষিণ কলকাতা জেলা তৃনমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অর্নব বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বুধবার (২৯ এপ্রিল) বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এব্যাপারে সমাজকর্মী অজয় পাল জানান, লকডাউন বন্ধের কারণে মুচিপাড়া, সিরিটি, সুকান্ত পল্লী সহ এই ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে প্রায় ৩০০ জন গরিব ও মধ্যবিত্ত মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠভাবে বিতরণ কর্মসূচি পালিত হয় বলে জানান তিনি।