নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:- বেলডাঙার ঝুনকা হাই মাদ্রাসা তাদের অতিক্রান্ত শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে আজ এক বর্ণাঢ্য ট্যাবলো পরিক্রমার আয়োজন করা হয়। শতবর্ষের থিম সং এর সঙ্গে কন্যাশ্রী, মীনামঞ্চ, শতবর্ষ লোগো এবং আরো নানা বিষয়ের মডেল সহ বহরমপুর থেকে এই ট্যাবলো যাত্রা শুরু হয়। হুড খোলা মিনি ট্রাকের কনভয় বহরমপুর শহর ঘুরে ভাবতা, ঝুনকা, বেলডাঙ্গা, দয়ানগর, মহেশপুর এবং এলাকার আরো অনেক গ্রাম পরিক্রমা করে।
মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ কামারুজ্জামান জানান, গত ২৮ শে ডিসেম্বর শতবর্ষে শতজনের রক্তদান শিবির দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আজ ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়ে ট্যাবলো পরিক্রমা করা হচ্ছে। আগামী ১৫ ও ১৬ ই ফেব্রুয়ারী দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ আবৃত্তি, গান,নাচ, নাটক, জিমন্যাস্টিকস ইত্যাদি অনুষ্ঠান করবে। এছাড়াও থাকছে আমন্ত্রিত শিল্পী রাখি বিশ্বাসের আবৃত্তি, কলকাতা থেকে আমন্ত্রিত শিল্পী মৌসুমী হোসেন ও সোহিনী দাস চৌধুরীর গান, মালদার গম্ভীরা, ম্যাজিকের অন্তরালে বিজ্ঞান ইত্যাদি আকর্ষণ। অনুষ্ঠানে দোস্তজী সিনেমা খ্যাত তিন শিশুশিল্পীকে সংবর্ধণা জানানো হবে।
মাদ্রাসার স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ইংরেজির শিক্ষক মনিরুদ্দিন খান বলেন, ২০২২ সালে শতবর্ষ পূর্ণ হয়ে গেলেও কোভিডের রেশ এবং অন্যান্য কিছু আভ্যন্তরীন কারনে শতবর্ষ উদযাপনে দেরী হয়। সামনেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা ও জেলায় সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের জন্য কিছু অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। সারা বছর জুড়ে অনুষ্ঠানের অঙ্গ হিসাবে প্রাক্তনী বরণ, বিজ্ঞান প্রদর্শনী, আলোচনা সভা, বিশেষ অতিথিদের বরণ ইত্যাদি বিষয়গুলি আগামী নভেম্বর মাসে করা হবে।