অয়ন বাংলা, নিউজ ডেস্ক:- শেষ দফার ভোটে আগে মোদিজী ধ্যানে আর বঙ্গ বিজেপির মতিভ্রম । ছ’দফা ভোট হয়ে গিয়েছে রাজ্যে, শেষ দফা অর্থাৎ সপ্তম দফা ভোটের শেষ লগ্নে নতুন দাবি নিয়ে আসরে বঙ্গ বিজেপি তাঁদের দাবি, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের নিয়োগ করতে হবে।
কেন? তাঁদের দাবি, বোরখা পরিহিতা মহিলাদের পরীক্ষা করার জন্যেই সিআরপিএফের মহিলা কর্মীদের চাই।
রবিবার শেষ দফায় রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। মূলত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেই হবে এই ভোট। আর সেই ভোটের আগেই প্রতিটি বুথে অন্তত মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর মহিলাদের মোতায়েন করার দাবি জানিয়েছে বিজেপি।
বঙ্গ বিজেপির দাবি, শেষ দফায় মুসলিম অধ্যুষিত বেশ কিছু এলাকায় ভোট হবে। আর ওই সব বুথে অভিযোগ ওঠে, পুরুষ ভোটাররা বোরখা পরে ভুয়ো ভোট দিয়ে যায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এবিষয়ে তারা জানিয়েছেন। সেইসঙ্গে বোরখা পরিহিতা মহিলাদের পরীক্ষা করার দাবিও জানিয়েছেন তারা।শেষ বেলায় বিজেপির মতিভ্রম আর দিলীপ বাবুদের বুদ্ধিনাস হয়েছে।সহজ পাঠ বিদ্যাসাগরের লেখা বলে এমনিতেই দিলুদা ব্যাকফুটে।