জয়নাল আবেদিন,অয়ন বাংলা,বারাসাত,কোলকাতা:-
বাংলায় বিজেপির সঙ্গে হাতে হাত রেখে সাথে চলার ঘোষণা দিল ইউ এস পি পার্টি! আগামি একুশে বিধানসভায় বিজেপির সঙ্গে জোট করে লড়বে ইউএসপি পার্টি , জানালেন পার্টির রাজ্য সভাপতি মিজানুর রহমান । দেশের জাতীয় স্বার্থে | বিজেপির সঙ্গে জোট করেই আগামী বিধানসভায় লড়তে চাই ইউনাইটেড সােস্যালিস্ট পার্টি এমনটাই জানালেন রাজ্য সভাপতি মিজানুর রহমান , বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনের তিতুমীর সভাকক্ষে ইউনাইটেড সােস্যালিস্ট পার্টির একটি কর্মীসভা অনুষ্ঠিত হয় . এদিনের অনুষ্ঠানে এনআরসি , জাতীয় ইস্যু ও পশ্চিমবঙ্গে সংখ্যালঘু আদিবাসীদের বঞ্চনার বিষয় নিয়েও আলােচনা করতে দেখা যায় । এনআরসির বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন একাধিক বক্তা , কাশ্মীরে 370 ধারা বিলােপ , তিন তালাক বিল , এনআরসি প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষেই সওয়াল করলেন ইউনাইটেড সােস্যালিস্ট পার্টির রাজ্য সভাপতি মিজানুর রহমান , তানার । বক্তব্য কোন ভারতীয় নাগরিক এনআরসির খাতা থেকে বাদ যাবে না অহেতুক যারা পথে নেমে আন্দোলন করছেন কেবল তারা রাজনীতির স্বার্থেই করছেন বলেও মন্তব্য করেন তিনি ,এবং তিনি এটাও বলেন বিজেপি কে সাম্প্রদায়িক দল বলা হয় কিন্তু ভারতবর্ষে যত দাঙ্গা হয়েছে সবচাইতে বেশি দায়ী কংগ্রেস তাদের আমলেই হয়েছে বলে তিনি ব্যাক্ত করেন , এবং তিনি বলেন পশ্চিমবঙ্গের মুসলিমদের কোন সরকার সঠিক ,অধিকারটুকু বুঝে দেয়নি মুসলিমদেরকে ভােট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা তা আর হতে দেবাে না আমরা ।