বাঙালিকে অপমান করেই চলেছেন দিলীপ এবার বললেন ” সবচেয়ে বড় দেশদ্রোহীদের গড় বাংলা’! “

Spread the love

ওয়েবডেস্ক:- গতকাল নদিয়ায় জনসভায় বিতর্কিত মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সিএএ, এনআরসির প্রতিবাদে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবেন তাদের কুকুরের মত গুলি করে মারা হবে, এমনই হুমকি দেন তিনি। মন্তব্য করেন, উত্তরপ্রদেশ ও অসমে যেভাবে শয়তানদের কুকুরের মত গুলি করে মারা হয়েছে, সেভাবে এরাজ্যেরও তা করা হবে। দিলীপের এই উস্কানিমূলক মন্তব্যের পর নিজের দলেই সমালোচনার শিকার হন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মন্তব্য করেন যে, দিলীপ ঘোষ দায়িত্বজ্ঞানহীন। কিন্তু তাতে পাত্তাই দেননি দিলীপ। তিনি স্পষ্ট করেন যে, বাংলায় ক্ষমতায় এলে এটাই করা হবে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ দিলীপের।

এবার এই বাংলার মাটিতে দাঁড়িয়েই বাংলার মানুষদের দেশদ্রোহী বললেন দিলীপ ঘোষ। সিএএ সমর্থনে এক সভায় উপস্থিত হয়ে তিনি বলেন,

উল্লেখ্য, ‘কুকুরের মতো মারব’ মন্তব্যের জেরে সৃষ্টি হওয়া বিতর্ক মেটেনি এখনও। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সরাসরি দিলীপকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন, ‘দিলীপ ঘোষ যা বলেছেন তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তাঁর মন্তব্য একেবারেই নিজস্ব উদ্ভাবন। উত্তরপ্রদেশ, অসমের মত বিজেপি শাসিত রাজ্যের সরকার কখনওই মানুষের ওপর গুলি চালয়নি, কারণ যাই হোক। দায়িত্বজ্ঞানহীনের মত মন্তব্য দিলীপ দার।’ এরপরেই অবশ্য পাল্টা নিজের সহকর্মীকেই তোপ দেগে দিলীপ স্পষ্ট করেন, ‘যার যা মত সেই মত পোষণ করেছেন, আমি আমার দলের অবস্থান যেটা, সরকার যেটা করেছে আমি সেটাকে সমর্থন করেছি। পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে আমরা সেটাই করব।’

‘”সবচেয়ে বড় দেশদ্রোহীদের গড় হল বাংলা। মূলত চার শহর বাদে পুরো দেশ
সাফ। এখান থেকেই পাকিস্তান জিন্দাবাদ, ভারত তেরে টুকরে হোঙ্গে আওয়াজ ওঠে, এটা খুবই দুঃখ

জনক।’”

বিতর্কিত তিনি বরাবরই ছিলেন, ইদানিং তাঁর এই ধরনের উস্কানিমূলক মন্তব্য আরও বেশি পরিমাণে বেড়েছে। এবার তিনি সরাসরি বাংলা এবং বাঙালিকে দেশদ্রোহী বলছেন। দিলীপের এই মন্তব্য যে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি আরও উচ্ছন্নে নিয়ে যাবে তাতে কোনও সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.