দিলদার আলী .অয়ন বাংলা.দঃদিনাজপুর :- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মালিগাও গ্ৰাম পঞ্চায়েত বুড়িকুড়ি গ্ৰামের বাসিন্দা মনতা আলী ও মহসেন আলী ভিন্ন রাজ্য শ্রমিক কাজ করতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমনে লকডাউন জেরে আটকে পড়ে প্রায় 70 জন শ্রমিক এদিন ভিন্ন রাজ্য পাঞ্জাবে পুষ্প ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরি থেকে শ্রমিক দের বের করে দেওয়া। বলে জানান পশ্চিম বাংলা শ্রমিক । তারা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কাছে ও কুশমন্ডি ব্লক প্রশাসনের কাছে বাড়ি ফেরার আরজি জানান। পরিবারের অভাব অন্ঠন দুর করার জন্য ভিন্ন রাজ্য কাজ করতে গিয়েছিলেন কুশমন্ডি ব্লকের শ্রমিক রা। এই প্রসঙ্গে এক শ্রমিক মনতা অলী জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যপাধায় ও কুশমন্ডি ব্লক প্রশাসনের কাছে বাড়ি ফেরার জন্য জোর হাত অনুরোধ করে সাহায্য আরজি জানান শ্রমিক মনতা আলী ।। এই বিষয়ে ভিন্ন রাজ্য আটকে পড়া শ্রমিক মহেসেন আলী জনান পাঞ্চাবে পুষ্প ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড ফ্যাটরি থেকে শ্রমিক দের বের করে দেওয়া হয়ে আমরা রাস্তায় পড়ে রয়েছি বাড়ি উদ্দেশ্য হাটতে শুরু করেছি পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী ও কুশমন্ডি ব্লক প্রশাসনের বাড়ি ফেরার সাহায্য করলে আমারা উপকৃত হবো বলে জানালেন ভিন্ন রাজ্য আটকে পড়া শ্রমিক মহেসেন আলী।।