বহরমপুরে NRC বিরোধী পথসভায় গেরুয়া শিবিরের সন্ত্রাস?
ওয়েব ডেস্ক,অয়ন বাংলা :- অসমে এনআরসি’র চূড়ান্ত তালিকা ঘোষণার পর থেকে গোটা দেশজুড়েই বিক্ষোভ প্রতিবাদ মিছিল চলছে।
এত মানুষের ‘দেশহীন’ হওয়া নিয়ে রাস্তায় নামছে বিভিন্ন সংগঠন।
এরাজ্যেও তৃণমূল-সহ বিভিন্ন দল যেমন প্রতিবাদে নেমেছে, তেমনি ‘বাংলা পক্ষ’-র মতো সংগঠনও নাগাড়ে প্রতিবাদ করে চলেছে: অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা ঘোষণার পর থেকে গোটা দেশজুড়েই বিক্ষোভ প্রতিবাদ মিছিল চলছে। এত মানুষের ‘দেশহীন’ হওয়া নিয়ে রাস্তায় নামছে বিভিন্ন সংগঠন। এরাজ্যেও তৃণমূল-সহ বিভিন্ন দল যেমন প্রতিবাদে নেমেছে, তেমনি ‘বাংলা পক্ষ’-র মতো সংগঠনও নাগাড়ে প্রতিবাদ করে চলেছে।
গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বাংলা পক্ষ-র এই কর্মসূচী সাড়া ফেলেছে বিপুলভাবে। সোমবার বহরমপুরে ছিল বাংলা পক্ষ-র এনআরসি বিরোধী পথসভা। অভিযোগ, সেই কর্মসূচী বাতিল করতেই ওই পথসভায় হামলা চালায় আরএসএস-বজরং দলের মতো সংগঠন। ভন্ডুল করার চেষ্টা হয় ওই পথসভা।
ফেসবুকে ওই সংগঠনের তরফে লেখা হয়েছে, ‘বাঙালীর সামনে এনআরসির সত্য বলছে বাংলা পক্ষ। ভয়ে পেয়ে বহরমপুরে বাংলা পক্ষর পথসভায় হামলা করল আরএসএস- বজরং দল। বাঙালী, শত্রু চেনো।’ যদিও অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি আরএসএস বা বজরং দল।
দিনের সেরা খবর এবার হোয়াটসঅ্যাপে সাবসক্রাইব
শুধু বহরমপুরেই অবশ্য নয়, রাজ্যের বেশিরভাগ জায়গা এমনকী লোকাল ট্রেনেই টানা এনআরসি বিরোধিতা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। এনআরসি নিয়ে যেমন চলছে প্রতিবাদ, তেমনি বাংলা ভাষার জন্যেও কাজ করে চলেছে বাংলা পক্ষ। অমিত শাহর হিন্দি নিয়ে বক্তব্যই হোক বা বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষার জন্যে গর্জে উঠছে বাংলা পক্ষ।
সূত্র:- এই সময়