অযোধ্যায় রামমন্দির নির্মাণ উদ্বোধনের পাশাপাশি বেহালায়ও ১০১ প্রদীপ প্রজ্জ্বলন
পরিমল কর্মকার (কলকাতা) : অযোধ্যায় যেখানে প্রায় ৫০০ বছরের পুরনো বাবরি মসজিদ ছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে সেখানেই বুধবার রামমন্দির নির্মানের শুভ সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নির্মানের সূচনা অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান মন্ত্রী বলেন, “ভগবান শ্রীরামের মন্দির আমাদের আধুনিক সংস্কৃতির প্রতীক, এটা শাশ্বত আস্থার প্রতীক। এই মন্দির কোটি কোটি মানুষের মিলিত আস্থার প্রতীক হয়ে উঠবে।” ভাষণের আগে তিনি ভূমি পুজো করে প্রস্তাবিত মন্দিরটির গর্ভগৃহ যেখানে তৈরি হবে সেখানে যান, গিয়ে একটি রুপোর ইট রাখেন।
এদিন ভূমি পুজোর সামনের সারিতেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ সহ বিজেপির বহু নেতা- মন্ত্রী ও বিশিষ্ঠ মানুষেরা।
অযোধ্যায় এই অনুষ্ঠানের পাশাপাশি এরাজ্যেও বিভিন্ন এলাকায় রামমন্দির নির্মানের ভিত্তিপ্রস্তর সূচনা অনুষ্ঠান পালন করেন রাজ্য বিজেপির নেতা-কর্মীরা। বেহালায় শ্রীসংঘের কাছে বিজেপির কলকাতা দক্ষিন শহরতলী জেলার ক্লাব সেলের কনভেনর তরুণ দাসের (রাজু) নেতৃত্বে এদিন ১০১টি মোমবাতি জ্বালিয়ে রামমন্দির নির্মানের শুভ সূচনাকে স্বাগত জানানো হয়।