ভাঙ্গড়ে শাসক দলের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম
নিজস্ব সংবাদদাতা :- আবারও সাংবাদিক নিগ্রহ। অভিযোগ শাসক দলের পোষা গুন্ডাদের বিরুদ্ধে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। রাজ্যে চতুর্থ স্তম্বের ওপর আক্রমণের গ্রাফ ঊর্ধ্বগামী। রবিবার শাসক তৃণমূলের এক রাজনৈতিক কর্মসূচি ছিলো ভাঙাড়ে। সেখানে সংবাদ সংগ্রহ করতে যায় স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীরা। অভিযোগ, ফাঁকা চেয়ারের ছবি তুলছিলো সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে ও সাংবাদিক আব্দুর রহমান কাজী। যা পছন্দ হয়নি জেলার এক নেতার। সেই নেতার অনুগামীরা ঝাঁপিয়ে পরে সাংবাদিকদের ওপর। চড় থাপ্পড় কিল ঘুসি কোনও কিছুই বাদ যায়নি। বেধড়ক মার খেলেন ভাঙড়ের দুই সাংবাদিক। প্রহৃত দুই সাংবাদিক কে ভাঙড় থানার পুলিশ উদ্ধার করে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় নিগৃহীত দুই সাংবাদিককে। তাদের চিকিৎসার ও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, ভাঙড় থানার পুলিশ সেই জেলা নেতার ভয়ে সাংবাদিকদের কোনও অভিযোগ নেয়নি। উল্টে ‘অতি সক্রিয়তা’ দেখিয়ে ক্ষমা স্বীকারের মধ্য দিয়ে দুই সাংবাদিক কে মুক্তি দেয়।
এই ঘটনায় নিন্দার ঝাড় উঠেছে, জেলা জুড়ে। সমাজ সেবী থেকে বিভিন্ন রাজনৈতিক নেতার ঘটনার তীব্র নিন্দা করেছে। দোষী দের উপযুক্ত শাস্তি চেয়েছে। জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী ও যুব সভাপতি সওকত মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁদের কোনও বক্তব্য পাওয়া যায় নি।