আয়ুব আলী, ,ভরতপুর,মুর্শিদাবাদ:- কাটমানি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে ভরতপুর ১ ব্লকে এ বিজেপি পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল ।
বিজেপিন সভাপতি অপূর্ব দাসের নেতৃত্বে ডেপুটেসনে স্থানীয় নেতা নেত্রী কে নিয়ে বি ডি ও অঞ্জন চৌধুরী কে ডেপুটেশন দেন বিজেপি নেতারা ।
কেন্দ্রীয় সরকারের যে সব প্রকল্প আছে তার সঠিক বাস্তবায়ন ও সঠিক বেনিফিসারী কে দিতে হবে৷
কাট মানি তে যারা যুক্তো তাদেরকে সাজা দিতে হবে । সাধারন মানুষ হয়রানি না করা । প্রধানমন্ত্রী আবাস যোজনা , ১০০ দিনের কাজের টাকা ঠিক মত পায় তার ব্যাবস্থা করা ৷ রেশন চাল আটা ঠিক মত গরিব রা পাই তাহার ব্যাবস্থা করা । ৷ বিডিও সাহেব সব কিছু খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন যাহাতে গরিব মানুষ ঠিক ঠাক পরিষেবা পায় ,সেদিকেই নজর দিবেন বলে জানান।