বাংলার গ্রীন জোনেও করোনার থাবা
পরিমল কর্মকার, কলকাতা :- এক রাতের ব্যবধানে পর পর দুটি জেলা থেকে সর্বপ্রথম করোনা আক্রান্তের খবর এসেছে। বৃহস্পতিবার গ্রীন জোনে থাকা আলিপুরদুয়ার জেলায় একসঙ্গে ৪ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। আর শুক্রবার সকালেই বীরভূম জেলায় খোঁজ মিলেছে ৩ জন করোনা আক্রান্তের। স্বভাবত:ই গ্রীন জোনে থাকা এই দুটি জেলাতেই এবার থাবা বসালো করোনা।
উল্লেখ্য, বীরভূমে ২৬ এপ্রিল মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে ফেরেন ওই ৩ জন। ময়ুরেশ্বরের বাসিন্দা ওই ৩ জনের মধ্যে ২ জন মহিলা ১ জন পুরুষ। বীরভূমের বাড়িতে ফেরার পর ৩ জনেরই লালাসের নমুনা পাঠানো হয়েছিল মুর্শিদাবাদের নাইসেডে। সেখান থেকে রিপোর্ট আসে করোনা পজিটিভ।
আলিপুরদুয়ারের ঘটনাতেও রয়েছে ভিন রাজ্যের যোগ। দিল্লির এইমস থেকে চিকিৎসা করিয়ে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে ফেরেন আলিপুরদুয়ারের ওই ৪ জন। ২৭ এপ্রিল অ্যাম্বুলেন্স থেকেই তাদের কোয়ারেন্টেনে পাঠায় রাজ্যের স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার লালারস পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
গ্রীন জোনে থাকা বীরভূম ও আলিপুরদুয়ারের এই ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে যায়। বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে আইসোলেট করে তাদের চিকিৎসা শুরু হয়েছে বলে জানানো হয়েছে।