ওয়েব ডেস্ক:- মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লকের চাচন্ড পঞ্চায়েতের অন্তর্গত নতুন লোহরপুর গ্রামের পেশায় দর্জি আইনাল হক ও বিড়ি শ্রমিক সামিয়ারা বিবি। তাদের দুই ছেলে ও দুই মেয়ে। মেয়ের মধ্যে তৃতীয় সুমাইয়া। সুমাইয়া ছোট থেকেই মেধাবী ও লাজুক। এই ছাত্রী স্থানীয় নতুন লোহরপুর ৫২ নং প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেই পঞ্চম শ্রেণীতে ভর্তির পরীক্ষায় পাশ করে চলে যায় মালদার কালিয়াচকের আন নাজাত একাডেমিতে। দারিদ্র্যের সংসার হলেও দর্জির কাজ করেই খেয়ে না খেয়ে- মেয়েকে ডাক্তার করার ইচ্ছায় পড়াশুনা করিয়ে যান বাবা আইনাল হক। এবছর স্থানীয় কালিয়াচক গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে সুমাইয়া। পরীক্ষা ভালো দিয়ে আরো এগিয়ে যাওয়ার লক্ষে বিজ্ঞানের বিষয় নিয়ে আগেভাগেই পড়াশুনা করতে থাকে সে। বুধবার রেজাল্ট প্রকাশিত হতেই দেখা যায় কার্যত বাজিমাত করেছে সুমাইয়া। তার মোট প্রাপ্ত নম্বর ৬৪৪। যা স্কুলের সেরা। তার বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলায় ৯৫, ইংরেজিতে ৮৫, অঙ্কে ৯৯, ভৌত বিজ্ঞানে ৯২, জীবন বিজ্ঞানে ৮৬, ভূগোলে ৯৩ ও ইতিহাসে ৯৪ । শতাংশের হিসেবে ৯২% । অধ্যবশায় ও নিষ্ঠা মানুষকে সাফল্যের মুখ দেখায়।