ভোটার তালিকায় লাদেনের বাবা নরেন্দ্র মোদী ! নাম বারাক ওবামা,শচীন.ধোনি .বিরাট .হেমা মালিনীর উত্তর প্রদেশে

Spread the love

নিউজ ডেস্ক:- এবার উত্তর প্রদেশে এক গ্রামের ভোটের তালিকায়  নাম দেখে চক্ষু চড়কগাছ নির্বাচনী  আধিকারিকদের ।  গ্রামের ভোটার তালিকায় মোদী, ওবামা, লাদেন, ধোনি, সচিন, অমিতাভ? আজ্ঞে হ্যাঁ, একদম ঠিক পড়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে এমন ‘বিখ্যাত’ সব নাম পাওয়া গিয়েছে। যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নির্বাচনী আধিকারিকরা।

 

ঘটনাটি যোগী রাজ্য উত্তরপ্রদেশের। সিদ্ধার্থনগর জেলার ভাইসহিয়া গ্রামের। উত্তরপ্রদেশে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আর বেশি দেরি নেই। তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। সেই কাজ করতে গিয়েই চক্ষু চড়কগাছ নির্বাচনী আধিকারিকদের। গ্রামের ভোটার তালিকায় কে নেই! তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ৯/১১ হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন। এমনকী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি ভাইসহিয়া গ্রামের ভোটার। তালিকা অনুযায়ী, লাদেনের বাবা হিসেবে আবার নাম রয়েছে নরেন্দ্র মোদীর।

এখানেই শেষ নয়, গ্রামের ভোটার তালিকায় রয়েছেন ক্রিকেটার ও বলিউড সেলিব্রিটিরাও। তালিকায় নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, বীরেন্দ্র সেওয়াগের। সেলিব্রিটি ‘ভোটার’দের মধ্যে রয়েছেন অভিনেত্রী সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, হেমা মালিনীরাও। এখানেও চমকের শেষ নয়। ভোটার তালিকায় রয়েছে ‘পঙ্খা’ ও ‘চেক’। ‘পঙ্খা’ আবার চেকের ‘সন্তান’।

 

গ্রামবাসীর একাংশ বলছেন, উত্তরপ্রদেশের গ্রামগুলিতে আজব আজব ডাকনাম দেওয়ার রীতি রয়েছে। অনেক গ্রামেই নবজাতকরা ৫ বছরও বাঁচে না। তাই অনেকেরই বিশ্বাস, নবজাতকদের আজব নাম রাখলে তারা বেশিদিন বাঁচবে। অনেকে আবার নিজের সন্তানের নামকরণ দারোগা, কালেক্টর, ক্যাপ্টেন, ম্যানেজার-এর মতো প্রশাসনিক পদের ভিত্তিতে করেন। তাঁদের বিশ্বাস সন্তানদের এইসব নাম রাখলে বড় হয়ে তারা এই পদেই সরকারি চাকরি পাবে। কিন্তু তাই বলে গ্রামের ভোটার তালিকায় মোদী, ওবামা, লাদেনরা! এখনও বিশ্বাস হচ্ছে না নির্বাচনী আধিকারিকদের।

সৌজন্য :- Ei samay

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.