বীর ভূমি বীর নেতা আজ কার্যত বন্দি যাচ্ছেন আদালতে

Spread the love

নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:-বীর ভূমির বীর নেতা অনুব্রত মন্ডল আজ নির্বাচন কমিশনের রোষানলে,নজর বন্দি করে রাখা হয়েছে। নজরবন্দি থেকেও ভোটের ময়দানে স্বমহিমায় অনুব্রত মণ্ডল৷ নির্বাচন কমিশনের নজরদারি সত্ত্বেও কর্মীদের সঙ্গে বাইকে চড়ে ভোট দিতে যান তিনি৷ সোমবার বুথে ঢুকে ভোট দেন দাপুটে নেতা৷ বীরভূম ও বোলপুর আসনের বিভিন্ন বুথে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেই দাবি তাঁর৷ কোথাও পাঁচন কোথাও নকুলদানা এই নিয়ে চলছে বির্তক ।নকুলদানার সাফল্যে খুশি দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ এদিকে, বিনা কারণেই নজরবন্দি করা হয়েছে তাঁকে, এই অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল৷ বিচারপতির নির্দেশ অনুযায়ী মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন নজরবন্দি নেতা৷ মামলা সময়মতো হলে, সোমবারই হতে পারে শুনানি৷
পাচন, নকুলদানার দাওয়াইয়ে ত্রস্ত গোটা বীরভূম৷ অনুব্রত মণ্ডলের বাক্যবাণে ভীত ভোটকর্মীরাও৷ অবাধ, শান্তিপূর্ণ ভোট চাইলে, দাপুটে নেতাকে নজরবন্দি করার দাবি করেছিলেন তাঁরা৷ নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিলেন ভোটকর্মীরা৷ তার জেরে যদিও জেলা তৃণমূল সভাপতিকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেয় কমিশন৷ ভোটের দিন তাঁর বাড়ির সামনে চলছে ভিডিওগ্রাফি৷ মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ নজরবন্দি এড়িয়ে দলীয় কর্মীসমর্থকদের নিয়ে বাইকে চড়ে ভোট দিলেন অনুব্রত মন্ডল।

ভোট দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে আসেন অনুব্রত মণ্ডল৷ কমিশনের নিষেধাজ্ঞায় নিজের মোবাইল ব্যবহার করতে পারছেন না ঠিকই৷ তবে দলের অন্যান্য নেতাকর্মীদের ফোন থেকেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন তিনি৷ সুষ্ঠু, অবাধ ভোট করানোর জন্য দলের কর্মী-সমর্থকদের নির্দেশও দেন দাপুটে নেতা৷ গোটা বীরভূম আজ বীর নেতা কার্যত বন্দি,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.