সারাদেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ও বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্মদিন পালন করল অনুগামীরা ,
অয়ন বাংলা, ধ্রুবজ্যোতি মহন্ত বালুরঘাট :- বলিউড অভিনেতা শাহরুখ খানের 54 তম জন্ম দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর এর জেলা শহর বালুরঘাটের সিটি প্লাজা মলে এই দিন শাহরুখ খানের গুণমুগ্ধ অনুগামী সুকন্যা শীল এর উদ্যোগে প্রিয় অভিনেতার জন্মদিন পালন করল একদল শাহরুখ অনুগামীরা। শাহরুখ খানের ছবির সামনে কেক কাটার মাধ্যমে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লেডি ফ্যান ক্লাব এর অন্যান্য সদস্যরা ও। এ বিষয়ে বালুরঘাট SRK ফ্যান ক্লাবের কর্মাধ্যক্ষ সুকন্যা শীল জানান, ” প্রত্যেক বছর শাহরুখ খানের জন্মদিন এই দিনটি আমাদের কাছে অত্যন্ত আবেগ এর একটি দিন,, আমরা প্রত্যেক বছরই আমরা এই দিনটায় প্রিয় অভিনেতার জন্মদিন পালন করে থাকি। এবছরও সম্পূর্ণ নিজেদের উদ্যোগে আজকের দিনে প্রিয় অভিনেতার জন্মদিন পালন করলাম। আমরা আশা রাখছি আগামীতে সারা জেলার সকল শাহরুখ অনুরাগীরা একত্রিত হয়ে শাহরুখ খানের জন্মদিনে আরো বড় অনুষ্ঠান এর আয়োজন করব “