সন্দেশখালির ঘটনার জেরে নদীয়ার কৃষ্ণনগর ও চাপড়ায় বিজেপির পথ অবরোধ
নিজস্ব প্রতিনিধি,অয়ন বাংলা,নদীয়া: সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে দলীয় কর্মীদের মৃত্যুর প্রতিবাদে নদীয়ার কৃষ্ণনগর চাপড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন কৃষ্ণনগর ও চাপড়াতে পথ অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা । প্রায় আধঘন্টা চলে অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুলিশ প্রশাসনের তৎপরতায় অবরোধ তুলে নেয় অবরোধকারীরা । এযাবৎ কৃষ্ণনগর লোকসভা এলাকায় বিজেপি রাজনৈতিক তৎপরতা দেখাতে না পারলেও লোকসভা নির্বাচনের পর বেশ খানিকটা জমি শক্ত করেছে বিজেপি।এই বিষয়ে নদীয়ার উত্তরের বিজেপির সভাপতি মহাদেব সরকার বলেন বাংলায় গনতন্ত্র বলে কিছু নেই। লোকসভা ভোটে বিজেপির বিপুল জয় লাভের পর বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উপর শাসক দল যেভাবে হামলা চালাচ্ছে তা একেবারেই বাঞ্ছনীয় নয়। তাই সন্দেশখালির ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি।