ভোট প্রচারে গিয়ে অনুন্নয়নের মুখে পড়ছে চাঁচলের বিজেপি প্রার্থী,ঘরে ঘরে পৌঁছেছে উন্নয়ন দাবি তৃণমূলের
মহম্মদ নাজিম আক্তার,মালদা,২৬ মার্চ:
দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অত্যন্ত খুশি মনে জনসংযােগ মেতে উঠছেন কর্মী সমর্থকেরা।
উল্লেখ্য,বিজেপির তরফে মালদহের ৪৫-চাঁচল বিধানসভায় ভূমি পূত্রকেই প্রার্থী করেছে বিজপি।
মূলত চাঁচল বিধানসভায় নির্বাচনের আর একমাস বাকি।আগেই সব রাজনৈতিক দল জন সংযোগ প্রচার জোর কদমে চালাচ্ছে।চাঁচলে ভূমিপূত্র দীপঙ্কর রাম বিজেপি প্রার্থী হওয়ায় আরোও উচ্ছাসিত কর্মী সমর্থকেরা।প্রার্থীর সাথে বিজেপি কর্মী সমর্থকরা এখন জোরদার প্রচার অভিযান চালাচ্ছে বিধানসভার অঞ্চলে অঞ্চলে।
শুক্রবার বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম চাঁচল বিধানসভার বরোই অঞ্চলে ভোট প্রচারে যান।ঢাক, ঢােল বাজিয়ে বিজেপি সমর্থকরা তাঁকে স্বাগত জানিয়েছেন।এবং এলাকার সুপ্রাচীন গহিলা সর্বজনীন দূর্গা মন্দিরে পূজো দেন বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।মন্দিরে প্রার্থনা করেন তিনি।এদিন প্রচারে সঙ্গ দিয়েছিলেন চাঁচল বিধানসভার মহিলা মোর্চার কার্যকর্তারাও।বিজেপি প্রার্থী জানিয়েছেন,অসম্পূর্ণ কাজগুলাে এবার বিজেপির প্রার্থী হয়ে জিতে তিনি ওই এলাকার মানুষের জন্য পূর্ণ করবেন।তিনি আরোও অভিযোগ করে বলেন,গ্রামাঞ্চলে প্রবেশ করতেই মানুষের মধ্যে কান্নার ছাপ দেখা যাচ্ছে।বয়স্কদের ভাতা হয়নি,রয়েছে জল কষ্ট এবং মহিলারা তার কাছে এসে নিজেদের দুঃখ প্রকাশ করছে।এলাকার মানুষ এখনো পিছিয়ে।উন্নয়ন পৌঁছায়নি রাজ্য সরকার।উন্নয়ন পৌঁছালে প্রচারে এসে আর্তমানবতার ছবিটা আমাকে দেখতে হত না।বাংলা নিজের মেয়েকে চাইনা,বাংলার মেয়ে চাই কর্মসংস্থান চাই নিজের উপর নির্ভর করে বাঁচতে শেখা।বিজেপি প্রার্থী আরোও বলেন,মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত মনােভাব দেখে খুব ভাল লাগছে।তারা রাজ্যে বিজেপিকেই আনবে এবং চাঁচলে ভূমিপূত্রকেই ঠাই দিবে বলে আশাবাদী দীপঙ্কর রাম।
পাল্টা জবাবে মালদা জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বলেন,রাজ্য সরকারের উন্নয়ন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছেছে।এমন কোনো পরিবার নাই তৃণমূল সরকারের প্রকল্প থেকে বঞ্চিত আছে।বিজেপি ভোট প্রচারে গিয়ে এসব বাজার গরম করছে বলে দাবি সামিউলের।
ফের তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকছে বলে আশাবাদী তৃণমূলের সামিউল ইসলাম।মালদা থেকে মহম্মদ নাজিম আক্তারের রিপোর্ট সৌজন্য : news24x7bangla