শ্রীমন্ত বাগ ,ধনিয়াখালি,হুগলী :- হুগলি জেলায় ধনিয়াখালি থানার অন্তর্গত ধনিয়াখালি বাসস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির প্রকাশ্য জনসভায় হল । বি জে পি এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষের,এই জনসভা টা প্রায় ঘন্টাখানেক ধরে চলে,এছাড়াও এই মঞ্চে বিজেপি নতা কর্মীবৃন্দেরা বক্তব্য রাখেন পাশাপাশি দিলীপ ঘোষের বক্তব্য বলেন রাজ্য রাজনীতিতে বিজেপি এখন এক বড় ফ্যাক্টর এছাড়াও অন্যান্য নেতারা একই কথা বলেন।
।এই মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগ এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিজেপির কর্মীর নেতৃবৃন্দরা এবং পথচলতি মানুষ উপস্থিত ছিলেন জনসভায়—-।——
–