অয়ন বাংলা,জানা গেছে সকালে চুঁচুড়া পুরসভা এলাকায় প্রচার শুরু করেন। ওই এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ড ঘোরার কথা ছিল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের৷ রিতিমত ৭ নং ওয়ার্ডের অন্তর্গত ওলাইচণ্ডীতলার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ড প্রচার সারার পর অতিরিক্ত রোদগরমে তিনি ক্লান্ত হয়ে পড়েন৷ ফলে লকেট চট্টোপাধ্যায় জানান, তিনি আর ঘুরবেন না এবার বাড়ি ফিরবেন৷তাতেই এবং ৪ নং ওয়ার্ড এলাকায় লকেট চট্টোপাধ্যায় না আসায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকরা৷ প্রশ্ন ওঠে কেন তাঁদের এলাকায় এলেন না? এই প্রশ্ন তুলে প্রথমে তারা বিক্ষোভ দেখান৷ এরপর তাঁদেরই একাংশ সোজা পৌঁছে যান লিচুবাগানে ওই কর্মীর বাড়িতে যেখানে লকেট চট্টোপাধ্যায় রয়েছেন৷ অভিযোগ, সোজা তাঁর ঘরে ঢুকে ভাঙচুর চালায় ওই হামলাকারীরা৷ ভেঙে ফেলা হয় ঘরের টিভি, কম্পিউটার ও আসবাবপত্র৷ অভিযোগ প্রার্থীর উদ্দেশে আক্রমণাত্মক ভাষায় গালাগালিও করেন তারা ৷ এসবের পর হামলাকারীরা নিজেরাই সেখান থেকে চম্পট দেয়৷লকেট অনুগামীরা জানিয়েছেন, যারা হামলা চালিয়েছে তারা হুগলি বিজেপি সভাপতি সুবীর নাগের অনুগামী৷ যদিও বিজেপি জেলা নেতৃত্ব গোটা বিষয়টির জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে৷ লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলার খবর করতে গেলে, সেখানকার কর্মী, সমর্থকরা সাংবাদিকদের কাজে বাধা দেয় এবং মারধর করা হয় বলেও অভিযোগ৷ ভোটের আগে হুগলিতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন তাদের ভোটব্যাঙ্কের উপর তা ব্যাপক প্রভাব ফেলবে।