‘গ্রামে লোক ঢুকলে, ডাকাত বলে পিটিয়ে মারবেন’, বিস্ফোরক নিদান বিজেপি নেতার।
অয়ন বাংলা,নিউজ ডেস্ক :- বিজেপি নেতাদের হূমকী এখন যত্র তত্র যেথায় সেথায়।বীরভূমের জেলস সভাপতি দিলীপ ঘোষ যথেচ্ছ ভাবে পিটানোর কথা শুনালেন। বাড়িতে লাঠি, টাঙ্গি, বঁটি রাখবেন। বাইরের লোক যখন গ্রামে ঢুকতে আসবে ডাকাত বলে পিটিয়ে মারবেন। কোন চিন্তা নেই নিজেদের বাঁচার অধিকার আছে।’’ নানুরে গড়ডিহা গ্রামে গিয়ে দলীয় কর্মীদের এমনই ভয়ংকর নিদান দিলেন বিজেপির বীরভূম জেলার সহ-সভাপতি দিলীপ ঘোষ। আর তার এই মন্তব্যকে ঘিরেই তুঙ্গে বিতর্ক। তৃণমূলের অভিযোগ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে শান্ত নানুরকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।
কয়েক দিন ধরে নানুরের গড়ডিহি গ্রাম বহিরাগতরা গ্রামে এসে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ বহিরাগত তৃণমূল কর্মীরা গ্রামে ঢুকে অশান্তি করছে। সোমবার গড়ডিহি গ্রামে গিয়ে বিজেপি কর্মীদের সামনে দিলীপ ঘোষ বলেন, “ওদের তাড়া করে গ্রাম ছাড়া করেছেন তো? খুব ভাল কাজ করেছেন। এবার আমি বলছি, আবার যখন ওরা আসবে তক্ষণ ঘরে কাঁসর, ঘণ্টা, ফোন রাখবেন। ফোন করে গ্রামবাসীদের বেড়িয়ে আসতে বলার পাশাপাশি ঘিরে ফেলবেন। সঙ্গে লাঠি, টাঙ্গি, বঁটি সব রাখবেন। বাইরের লোক যখন গ্রাম ঢুকে আসবে ডাকাত বলে পিটিয়ে মারবেন। কোন চিন্তা নেই নিজেদের বাঁচার অধিকার আছে।’’ এই বিষয়ে বিজেপির জেলা সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘২৩ তারিখের পর বিজেপি কর্মীদের গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে তৃণমূল। আমি কর্মীদের প্রতিরোধ করা কথা বলেছি।’’ নানুরের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, ‘‘মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। গ্রামের মানুষ গ্রামে থাকবে। কিন্তু বিজেপি গ্রামে গিয়ে অশান্তি করার চেষ্টা করছে। এ যেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও ছাড়িয়ে যাবে।