এবিপি গ্রুপের কোনো টক শো’তে অংশ নেবেন না বিজেপি নেতারা
পরিমল কর্মকার (কলকাতা) : শুধু এবিপি আনন্দই নয়, অনির্দিষ্টকালের জন্য এবিপি গ্রুপের কোনো সংবাদমাধ্যমেই টক শো’তে আর অংশ নেবেন না বিজেপি নেতারা…. এমনটাই খবর বিজেপি সূত্রের।
সূত্রের খবর, তৃণমূলের হয়ে একপেশে খবর পরিবেশনের জন্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবিপি গ্রুপের সমস্ত সংবাদমাধ্যমকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, শুধু মাত্র পশ্চিমবঙ্গেই নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতেও এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে খবর।
জানানো হয়েছে, আগামী দিনে এবিপি আনন্দ, এবিপি নিউজ সহ এবিপি গ্রুপের একাধিক সংবাদমাধ্যমে টক শো’তে বিজেপি’র হয়ে যে সকল ব্যক্তিরা অংশ নেবেন তারা বিজেপি’র কেউ নন। তাদের ব্যাপারে বিজেপি কোনো দায়ও নেবে না বলে জানা গিয়েছে। আরও খবর, বিজেপি’র কোনো পরিচিত নেতা-নেত্রীদের আর এবিপি গ্রুপের কোনো টক শো’তে অনির্দিষ্টকালের জন্য দেখা যাবে না। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই নির্দেশ পৌঁছে গিয়েছে বিজেপি নেতৃবৃন্দের কাছে।
প্রসঙ্গত: এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাই তাদের নেতা-নেত্রীরা যদি এবিপি আনন্দ-এ টক শো’তে অংশ না নেন়, তাহলে দর্শকদের কাছে এবিপি-র টক-শো অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।