নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- আবার রাম মন্দির,আবার গো রক্ষা ,কিন্তু বাদ গেল কালো টাকা উদ্ধার পনের লাখের গল্প। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ইস্তেহার ।ভারতীয় জনতা পার্টির দিল্লির মূল কার্যালয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি,বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচন ২০১৯ এর জন্য বিজেপি তার ইস্তেহার “সংকল্প পত্র লোকসভা নির্বাচন ২০১৯” প্রকাশ করল।
৪৫ পাতার একটি দীর্ঘ ইস্তেহারে ৭৫টি সংকল্প নিয়ে ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে ২০২২ সালের মধ্যে ভারতকে নব রূপে সাজাতে বিজেপির এই ইস্তেহার প্রকাশ।
বিজেপির গতানুগতিক আদর্শ অনুযায়ী আবারও মূল বিষয় হয়ে উঠে এলো অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও গো রক্ষা।কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এর কথায়,”ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব রাম মন্দির তৈরি করা হবে।”
পাশাপাশি ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগামী বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে।রাজনাথ সিং এ প্রসঙ্গে বলেন “কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা আয়ের সহযোগিতা করা হবে এবং সেইসাথে ষাটোর্ধ্ব ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য পেনশনের ব্যবস্থা করা হবে।”
পুরো ইস্তেহারে জুড়ে গ্রামীণ উন্নয়ন তথা কৃষক উন্নয়ন প্রভৃতি বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে।
তবে ২০১৪ সালের বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই অনুযায়ী প্রকাশিত নতুন ইশতেহারের রইল না কৃষকদের একাউন্টে ১৫ লক্ষ টাকা ঢোকানোর গল্প, রইল না কালো টাকা উদ্ধারের সংকল্প।
উন্নয়ন গল্প আজ আর শোনা যায় না।
