অয়ন বাংলা,নিউজ ডেস্ক:-বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের,ঝড় স্যোসাল মিডিয়ায়। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারার অবসান ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছে মোদী সরকার। এই সিদ্ধান্তকে সমর্থন করতে দেখা গেছে অধিকাংশ বিরোধী দলগুলিকেই। ৩৭০ ধারা লোপ পাওয়ায় উপত্যকা থেকে ‘স্পেশ্যাল স্ট্যাটাস’-এর অন্তর্গত সমস্ত নিয়মও লোপ পেয়েছে। যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিল, অন্য রাজ্যের কাউকে কাশ্মীরি মহিলারা বিয়ে করলে তাকে স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করা হত, এমনকি উত্তরাধিকারকেও। সেই নিয়ম এখন আর কার্যকর নয়। আর এই বিষয় নিয়েই আনন্দে মাতোয়ারা বিজেপির একাংশ। মুজফ্ফরনগরের বিজেপি বিধায়কের কথায় তো তাই স্পষ্ট।
একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, মুজফ্ফরনগরের বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি বলছেন,
তিনি আরও বলেন, ‘মোদীজি আপনি আমার স্বপ্ন পূর্ণ করেছেন। গোটা দেশ খুশি, সব জায়গায় উৎসব চলছে। লাদাখের ওখানে ফোন করেছিলান, সেখানে জমি আছে জানতে পেরেছে।’
কাশ্মীরি মহিলাদের নিয়ে এই ধরনের মন্তব্য করা নিয়ে বিধায়ক পরে জানান, ‘এখন কোনও কেউ সমস্যা ছাড়াই কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবে। এটা সত্যি, এটাই বলেছি। এটা কাশ্মীরের স্বাধীনতা, উপত্যকার মানুষের স্বাধীনতা।’ উল্লেখ্য, গত জানুয়ারী মাসে এই বিজেপি বিধায়কই হুমকির সুরে বলেছিলেন, যারা দেশে নিজেদের অসুরক্ষিত বলে মনে করছে তাদের বোম মেরে উড়িয়ে দেওয়া হবে। এই মন্তব্য করে যথেষ্ট বিতর্ক তৈরি করেন তিনি।