রাস্তায় বসে নামাজ পড়া চলবে না বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসাদের ,বিরোধীদের কড়া সমালোচনা

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- মোদিজী সফত নেওয়ার সময় সংবিধান কে সর্বোচ্চ সম্মান দিব বলে সফত নিলেন,আজ তাঁরই এক সাংসদ এ কি বলছেন।কাজের সঙ্গে কথার মিল আজ বড়ই অভাব।‘রাস্তায় বসে নমাজ পড়লে নেওয়া হবে ব্যবস্থা’, বেফাঁস মন্তব্যে বিতর্কে বিজেপি সাংসদ
ডেস্ক: ইদের দিনই নমাজ পাঠ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ ভোলা সিংয়ের৷ তিনি বললেন, ‘‘রাস্তায় নমাজ পাঠ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’ উত্তরপ্রদেশের বুলন্দশহরের সাংসদের মন্তব্যকে হাতিয়ার করেই সমালোচনায় সরব বিরোধীরা৷ কীভাবে একজন সাংসদ একথা বলতে পারেন, সেই প্রশ্ন করছেন সকলেই৷
এক মাস ধরে চলা রমজানের পর বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ৷ চতুর্দিকেই চলছে নমাজ পাঠ৷ মসজিদের পাশাপাশি মসজিদ সংলগ্ন রাস্তাতেও অনেক সময় নমাজ পাঠ করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা৷ পবিত্র ইদের দিনেই এই ইস্যুতে মুখ খুলে বিতর্কের জন্ম দিলেন বিজেপি সাংসদ ভোলা সিং৷ উত্তরপ্রদেশের বুলন্দশহরের সাংসদ বলেন, ‘‘উৎসব পালন করতে গিয়ে অপরের সমস্যার কারণ হয়ে দাঁড়ানো মোটেও ভাল কথা নয়৷ হিন্দুরা গোটা দেশজুড়ে হোলি, দিওয়ালি, রাখিবন্ধনের মতো নানা উৎসব পালন করে৷ তবে তার জন্য কারও অসুবিধা হয় না৷ তাই অন্যান্য সম্প্রদায়ের উৎসবের জন্য কারও কোনও অসুবিধা কাম্য নয়৷ প্রার্থনার জন্য মুসলমান ধর্মাবলম্বীদের নির্দিষ্ট জায়গা আছে৷ রাস্তায় বসে তা চলবে না৷ অন্যথা হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’

শুধু ভোলা সিংই নন৷ তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মহরম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন৷ লোকসভা নির্বাচনী আবহে বাংলায় প্রচারে আসেন তিনি৷ মঞ্চ থেকে দুর্গাপুজোর বিসর্জন এবং মহরম একই দিনে হওয়ার ইস্যুকে টেনে যোগী বলেছিলেন, ‘‘দুর্গাপুজো এবং মহরম প্রায় একসঙ্গে পড়ে গিয়েছিল৷ উত্তরপ্রদেশ, বাংলাতেও তাই ছিল৷ উত্তরপ্রদেশে সবাই বলল কীভাবে পুজো হবে? আমি বলি যখন হওয়ার কথা তখনই পুজো হবে৷ প্রয়োজন হলে মহরমের তাজিয়া বেরনোর সময় বদলে দিন৷’’ তার আগে একবার মাজার নিয়ে ই বিরুপ মন্তব্য করেন।
আজ শিক্ষিত সমাজের ,শিক্ষিত মানুষের বড়ই অভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.