পাহাড়ে হামলার মুখে পড়লেন বিজেপি সাংসদ রাজু বিস্ত অভিযোগের তির তৃণমূলের দিকে

Spread the love

অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- পাহাড়ে হামলার মুখে পড়লেন রাজু বিস্ত । তৃণমূলের দিকে অভিযােগের আঙুল তুলেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ । ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করে গেরুয়া শিবির । সেখানে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের । রাজু বিস্ত অভিযােগ করেছেন , কালিম্পঙে একটি স্কুলের অনুষ্ঠানে যােগ দিতে যাচ্ছিলেন । মন্দিরখােলায় তাঁর উপরে চড়াও হয় ৮০ – ১০০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । অভিযুক্তরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন । অভিযােগ , সাংসদের দেহরক্ষীকেও মারধর করা হয়েছে । জখম হয়েছেন বিজেপি ও গাের্খা জনমুক্তি মাের্চার বেশ কয়েকজন সমর্থক । রাজু বিস্তের অভিযােগ , গােটা ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে রাজ্য পুলিস । হামলাকারীদের আটকানাের কোনও চেষ্টাই করেনিঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করে বিজেপি । পুলিস আটকানাের চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি । রাজু বিস্ত দাবি করেছেন , হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে । | আর বিজেপি কর্মীদের ধরছে পুলিস । ঘটনার নিন্দা করে বিনয় তামাং গােষ্ঠীকে কাঠগড়ায় তুলেছেন গাের্খা জনমুক্তি মাের্চার বিমল গুরুং । বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন , রাজু বিস্তের উপরে হামলা কাপুরুষােচিত । যারা নিজেদের বুথেই জিততে পারেনি , তারাই জনপ্রতিনিধির গায়ে হাত তুলছে । আমাদের মাতৃভূমিকে বিকিয়ে তারা জিটিএ বাের্ডের চেয়ারম্যান ও অন্যান্য পদ পেয়েছেন । সাংসদকে হামলা করা হচ্ছে , ঠিক তখন মাত্র । ১০০ কিলােমিটার দূরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এটা তৃণমূলের পরিকল্পিত ষড়যন্ত্র । সাংসদই নিরাপদ নন , তাহলে সাধারণ মানুষের কী হবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.