এবার মুসলিম যুবকদের গলা কাটার হূমকী বিজেপি এম পি র

Spread the love

মুসলিম যুবকদের গলা কেটে ফেলার হুমকি বিজেপি এমপির

অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- দেশ ক্রমশ অজ্ঞতার দিকে এগুচ্ছে। মুসলিম যুবকদের গলা কাটার হুমকি দিয়েছেন আদিলাবাদ থেকে নির্বাচিত বিজেপির সংসদ সদস্য সোয়ম বাপু রাও। তার এমন অসংলগ্ন বক্তব্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে হায়দরাবাদ ও আদিলাবাদে। খবর নিউজ এইটিনের।

এক আদিবাসী নারীর ওপর মুসলিম যুবকের উৎপীড়নের অভিযোগ এনে মুসলিম যুবকদের গলা কেটে ফেলার বিজেপির এ সংসদ সদস্য।

এদিকে সাম্প্রদায়িক উসকানি দেয়ায় সোয়ম বাপুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিতর্কিত বক্তব্যের জন্য সোয়ম বাপু রাওকে ক্ষমা চাওয়ার আহ্বান আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদিজ খান।

প্রসঙ্গত, বাপু রাও বিজেপিতে এ বছরই যোগ দিয়েছেন। এর আগে ২০১৪ সালে তিনি টিআরএসের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে লোকসভা নির্বাচনে লড়ার জন্য কংগ্রেসের টিকিট চান বাপু রাও। কংগ্রেস আদিলাবাদ থেকে অন্য প্রার্থীকে মনোনীত করায় পরই বিজেপিতে যোগ দেন তিনি।

তার অভিযোগ, তেলঙ্গানায় বিজেপি নেতারা ক্রমাগত প্রতিহিংসার স্বীকার হচ্ছেন।

ভারতে সংখ্যালঘু মুসলমানদের কোনো ধর্মীয় স্বাধীনতা নেই বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট প্রকাশের মধ্যেই এ ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.