সরবৎ পানীয় দিয়ে বিজেপি’র “বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও” কর্মসূচি বেহালায়
পরিমল কর্মকার (কলকাতা) : বিজেপি’র উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি শুক্রবার বেহালায়ও পালিত হল “বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও” কর্মসূচি। বিজেপি’র জেলা সভাপতি সোমনাথ ব্যানার্জী ও ক্লাব-সেলের কনভেনর তরুণ দাসের (রাজু) যৌথ নেতৃত্বে এবং কলকাতা দক্ষিণ শহরতলী জেলা ক্লাব সেলের উদ্যোগে পালিত হল এই কর্মসূচি।
বিজেপি ক্লাব সেলের কনভেনর তরুণ দাস (রাজু) বলেন, “রাজ্যের শাসক দল বিরোধীদের উপর সন্ত্রাস চালাচ্ছে। বাংলায় আজ গণতন্ত্র বিপন্ন। এই পরিস্থিতিতে আমরা এদিন শান্তিপূর্ণ ভাবে ঠান্ডা পানীয় বিতরনের মধ্য দিয়ে ‘ বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি পালন করলাম।”
উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে শ্রীসংঘের কাছেই সত্যেন রায় রোডে বেলা ১২টা থেকে ৪টা পর্যন্ত পথচারীদের সরবৎ বিতরণ করে এই কর্মসূচি পালন করেন বিজেপি’র ক্লাব সেলের সদস্যরা।