ওয়েব ডেস্ক,অয়ন বাংলা:-বাংলায় তৃণমূলের প্রচারে ভিন দেশি নায়ক ফেরদৌস এসেছিলেন পড়ে গেলেন গ্যাঁড়াকলে, তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে ব্যাপক কোনঠাসা হয়ে পড়লেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস। তাঁকে ভারতে কালো তালিকাভুক্ত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ ভারতে প্রবেশ তাঁর জন্য নিষিদ্ধ হয়ে গেল। বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে এসে ভোট প্রচারে নামায় চাপে পড়েছে বাংলাদেশও। জানা গিয়েছে, তাঁর ভিসাও বাতিল করেছে বাংলাদেশ সরকার।
বিদেশি নথিভুক্তকরণ দফতরের রিপোর্ট পাওয়ার পরই ফিরদৌসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই অভিনেতা ফিরদৌস আহমেদকে নিয়ে টানটান উত্তেজনা শুরু হয়। তাঁকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় বাংলাদেশ। এই নিয়ে ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই রিপোর্ট পাওয়ার পরই এই সিদ্ধান্ত।
এদিকে, এই ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি নেতা জেপি মজুমদার বলেছেন, ‘ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না বিদেশিরা। তৃণমূল যখন বাংলাদেশি (ফিরদৌস)কে প্রচারে ব্যবহার করছে তখন তারা নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। ভিসা নিয়ম ভাঙার জন্য ওর গ্রেফতার হওয়া উচিত।’
রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার করেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস। এরপরই পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, ‘এমনটা আগে কখনও দেখেনি। কাল হয়তো ইমরান খানকেও প্রচারে ডাকবে তৃণমূল।’গোটা দেশে নির্বাচন কে কেন্দ্র করে টান টান উত্তেজনা চারিদিকে এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মোদিজীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ,এদিকে আজকে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।ভোট যে বড় বালাই।