আবাস যোজনা ঘরের দুর্নীতিকে কেন্দ্র করে প্রতিটি ব্লকে ব্লকে যে বিক্ষোভ কর্মসূচি মুর্শিদাবাদে
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:- আজ পঞ্চানন তলায় বহরমপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট আবাস যোজনা ঘরের দুর্নীতিকে কেন্দ্র করে প্রতিটি ব্লকে ব্লকে যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং যারা ঘর পাওয়ার যোগ্য তাদের পরিবর্তে শাসকদলের নেতা নেত্রী পরিবার তারা ঘর পাচ্ছেন এরই প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক ডেপুটেশন দেয়া হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি শ্রী রাহুল সিনহা এবং জেলা বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার। তিনি আজ এই সভা থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে এক নিধান দেন যে বাড়িতে বাংলার মায়েদের এবং ভাইদের নিরাপত্তার অস্ত্র হিসাবে লাঠি এবং লঙ্কার গুঁড়ো রাখুন। কারণ প্রত্যেকের ঘরে সাপও ঢুকতে পারে এবং যেভাবে আবাস যোজনার ঘর চুরি হচ্ছে সেই চোরও ঘরে ঢুকতে পারে সেই কারণে লাঠি ও লঙ্কার গুঁড়ো রাখার নি্ধান দিলেন মুর্শিদাবাদ জেলা ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শাখারভ সরকার। তিনি আরো বলেন আজকে যারা তৃণমূল তারা আগে সিপিএম কংগ্রেসের ছত্রছায়ায় ছিলেন। আজকে তারা তৃণমূলের নামাবলী গায়ে দিয়ে কাঠমানি ঘর লুট করছে। তিনি তাদের উদ্দেশ্যে বলে আগামী দিন এইসব বাবুরা কোন দিকে থাকবে সেটা দেখার। তিনি আরো বলেন দিদি তো বলে দিয়েছেন গ্রামবাংলায় শিল্প হচ্ছে আমরা প্রতিদিনই সকালবেলায় ঘুম থেকে উঠে কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাই গ্রামে গ্রামে বেশ কিছু বাড়িতে দিদির বোম শিল্প ধরা পড়ছে। খুব স্বাভাবিক কারণেই বলতে পারে আমাদের জেলায় শিল্পের জোয়ার এসেছে ডোমকলে আজকেও পা দিয়েছে হরিহর পাড়ায় পা গেছে এইসব লাইসেন্স প্রাপ্ত শিল্প না লাইসেন্সবিহীন শিল্প সেটি প্রশাসন বলতে পারবে বলে জানান শাখারভ সরকার। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা তিনি বলেন যে ১৭ জন ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে আবাস যোজনা ঘরে দুর্নীতির কারণে পদত্যাগ করেছেন। এখন তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলে কি হবে সত্য তো জনসমক্ষে প্রচার হয়ে গিয়েছে তিনি বলেন আর এখন ড্যামেজ কন্ট্রোল এর কোন জায়গা নাই। মানুষ জেনে গেছে যে এই আবাস যোজনা ঘরের দুর্নীতি নিয়ে আমরা শুধু বলছি না তৃণমূল কংগ্রেস ের ঘরেই যারা দুর্নীতি করেছে তারাই স্বীকার করে নিচ্ছে। তাই তিনি বলেন যে প্রত্যেক তৃণমূল পঞ্চায়েত সদস্যদের এই দুর্নীতির কারণে পদত্যাগ করা উচিত।