চিকিৎসা ধর্মঘটে রক্তদান শিবির, বহিঃবিভাগ চালু রেখে নজির গড়ল ভাঙড়ের টোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
ইয়াজুল মোল্লা,অয়ন বাংলা, ভাঙড়:চারিদিকে চিকিৎসক নিগ্রহের জেরে বন্ধ সরকারী হাসপাতালের আউটডোর পরিষেবা। এরকম পরিস্থিতিতে মুশকিল আসান দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের টোনা প্রাথমিক স্বস্থ্যকেন্দ্র। স্বল্প পরিকাঠামো ও গুটি কয়েক চিকিৎসক নিয়ে একই সাথে রক্তদান শিবির এবং বহিঃবিভাগ চালু রেখে নজির গড়ল এই গ্রামীন হাসপাতাল।
রক্তের আকাল মেটাতে হাসপাতাল চত্বরে শিবিরের আয়োজন করেছিল হাসপাতাল কতৃপক্ষ। পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাওয়ার গ্রিড এলাকার এই স্বাস্থ্যকেন্দ্রে এদিন রক্তদান করেন এলাকার সাধারণ মানুষ। টোনার মেডিকেল অফিসার নবন্যা তরাই এদিন রক্তদান শিবিরের তদারকির ফাঁকেই বহিঃবিভাগে কয়েকশো রোগী দেখেন। নবন্যা বলেন, ‘আমাদের সহকর্মী যে ভাবে লাঞ্ছিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন সেই ব্যথা বুকে নিয়েই আমরা পরিষেবা চালিয়ে যাচ্ছি। সাধারণ আর্ত মানুষ আমাদের সঙ্গে সু সম্পর্ক বজায় রেখেছেন।