রক্তের কোন জাত হয় না ,মহরমের রক্ত ঝরানোর দিনেই রক্তদান সম্পর্ক বাপি র

Spread the love

নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- আজ অবধি কোনো সম্প্রদায়ের মানুষকে ব্লাড ব্যাঙ্কে গিয়ে বলতে শুনিনি যে-আমাকে এক ইউনিট মুসলিম রক্ত দিন বা এক ইউনিট হিন্দু রক্ত দিন।
রক্তের কোনো ধর্ম হয়না।
আজ মুসলিম সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ যারা নিজের শরীরকে অস্ত্র দিয়ে আঘাত করে রক্ত ঝরিয়ে মহরম নাম দিয়ে উৎসব পালনে ব্যস্ত।
আজ এই রক্তের অপচয়ের দিনেই শরীরের রক্ত বৃথা নষ্ট না করে সেই রক্ত দিয়ে মূমূর্ষ রোগীর পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করলেন আমাদের মানব বন্ধন এর সুপারহিরো ইসলামপুরের সম্পর্ক বাপি।
বেলডাঙ্গা সারগাছি আশ্রম সংলগ্ন বানীনাথপুর এর আনারকলি খাতুন(৪) ব্লাড ক্যান্সার এ আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার পরীক্ষা করে দ্রুত O+ রক্তের ব্যবস্থা করতে বলেন। রোগীর পরিবার কোথাও রক্তের ব্যবস্থা করতে না পেরে সারগাছির সক্রিয় সদস্য টনির সঙ্গে যোগাযোগ করেন। টনি ভাই রক্তের আবেদনটি গ্রুপে পোস্ট করেন। পোস্টটি দেখে মানব বন্ধন এর কোর কমিটির সদস্য ইসলামপুর এর সম্পর্ক বাপি রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। বাপি দার নিজেরই O+ রক্ত হওয়ায় উনি রক্তদানের ইচ্ছা প্রকাশ করেন এবং তৎপরতার সহিত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে এক ইউনিট O+ রক্তদান করে রোগীর পরিবারের হাতে তুলে দেন।
রক্ত পেয়ে রোগীর পরিবার ভীষণ খুশী।
এই নিয়ে বাপি দা ৩৪তম রক্তদান করলেন।
মানব বন্ধন এর পক্ষ হইতে বাপি দাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সর্বোপরি রোগী ও রক্তদাতার সুস্বাস্থ্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.