স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল
আহিরন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে
আনসারুল ইসলাম ,অয়ন বাংলা জঙ্গিপুর :-জেলার রক্তের অভাব মেটাতে আহিরন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: অমিত মালাকারের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরকে সাফল্য মণ্ডিত করার আহ্বান জানিয়েছিলেন সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী, আশা কর্মী ও এলাকার কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে। ড: অমিত মালাকারের আহ্বানে সাড়া দিয়ে এই দিন জি এন এম বিনীত দাস ও কোয়েল রায়, এস টি এস শম্ভু বর্মন, তোরজুমান নেশা, জাহানারা বেগম, রহিমা খাতুন, পুষ্প দাস আশাকর্মী সহ সর্বমোট 26 জন দাতা রক্ত দান করেন। এছাড়াও আরো কয়েক জন আশা কর্মী স্বেচ্চায় রক্তদান করেন। কয়েক জন রক্তদান করার উদ্দ্যেশে আসলেও তাদের রক্ত নেওয়া সম্ভব হয়নি শারীরিক অক্ষমতার কারনে। মালতি সাহা পি এইচ এন, রক্তদান করতে আসলেও তার ভেন খুঁজে না পাওয়ায় রক্ত দেওয়া সম্ভব হয়নি। তিনি আক্ষেপ করে বলেন “রক্ত দিতে আসলাম কিন্তু রক্ত দিতে পারলাম না “। ড: অমিত মালাকারের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির সাফল্যমন্ডিত করতে সহযোগিতা করেছেন প্রিয়া সেনগুপ্ত বি পি এইচ এন, মালতি সাহা পি এইচ এন, লাবণী ভট্টাচার্য ও নুপুর মন্ডল এ এন এম, আনসারুল ইসলাম ডি ই ও এছাড়াও আরো অনেকে।
স্বেচ্চসেবী সংস্থা গুলি যে রক্ত সরবরাহ করেন তাতে রক্তের অভাব মেটে না। জেলা জুড়ে ব্লাড ব্যাঙ্ক গুলি প্রায়ই রক্ত শুন্য থাকে বেশিরভাগ সময়। রক্তের অভাবে ঝরে যায় অগুনিত প্রাণ। রক্তের অভাবে মারা যান রক্ত স্বল্পতায় ভোগা অগুনিত মা। পথ দুর্ঘটনায় মারা যায় কয়েক হাজার মানুষ। শুধু মাত্র রক্তের অভাবে। এমতবস্থায় ড: অমিত মালাকারের এই উদ্যোগ নতুন দিশা দেখাবে বলেই আশা করছেন।