দিলদার সেখ,অয়ন বাংলা:- দঃদিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের মহিলা কমেটি পক্ষ থেকে রক্ত দান শিবির আয়োজন করা হয়েছে এদিন মহিপাল বাস্টট্যান্ড এলাকায় তথা রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নির্দেশে আজ কুশমন্ডি ব্লকে মহিপাল বাস্টট্রেন্ড এলাকা ২০ থেকে ২৫ জন রক্ত দাতা রক্ত দান করেন। এই রক্ত দান শিবির উপস্তিত ছিলেন নারি শিশু করমাধাক্ষ্য মিঠু জোয়াদ্দার , কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস,দঃদিনাজপুর জেলা তৃণমূল সহসভাপতি রিতেশ জোয়াদ্দার, দঃদিনাজপুর জেলা তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার , উদয় পুর গ্ৰাম পঞ্চায়ে ত প্রধান আব্দুর রাজ্জাক ,কুশমন্ডি ব্লক যুব সভাপতি সেকেন্ডার হক সহ আরো অনেকেই।
এই প্রসঙ্গে দঃদিনাজপুর জেলার নারি শিশু করমাদক্য মিঠু জোয়াদ্দার বলেন আজ আমরা মহিলা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে রক্ত দানে শিবির আয়োজন করেছি সামাজি দুরুত্ব বঝায় ও থার্মাল দিয়ে পরীক্ষা করার পর রক্ত নেওয়া হচ্ছে বলে জানান। এমন লোকডাউনে ফলে রক্ত সংকট দেখা দিয়েছে তাই এই উদ্যাগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমেতি সভাপতি সুনন্দা বিশ্বাস জানান তৃণমূল মহিলা কংগ্রেস উদ্যাগে আজ মহিপাল বাস্টট্যান্ড এলাকায় রক্ত দানে শিবির করছেন এই সারা বিশ্ব জুরে চলছে মহামারি রোগ রক্তের জন্য সাধারণ মানুষের প্রান না হারাতে হয়ে তাই এই উদ্যাগ নেওয়া হয়ে আজ প্রায় ২৫ জন মহিলা রক্ত দান করেছেন তাদেরকে ধন্যবাদ জানান কুশমন্ডি পঞ্চায়েত সভাপতি সুনন্দা বিশ্বাস। এই প্রসঙ্গে রক্ত দাতা নারগিস বেগম জানান এই মোহামারি রোগ জেলা জেলায় রক্তে সংকট দেখা দিয়েছ তাই এই রক্ত দানের শিবির করা হয়েছে এদিন মহিপাল বাস্টট্যান্ড রক্ত দান করে আন্দিত এই উদ্যাগে ধন্যবাদ ও কুর্নিশ জানাই বললেন রক্ত দাতা নারগিস বেগম।।।