কালীঘাট স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে সারা বাংলা জুড়ে রক্তদান শিবির

Spread the love

কালীঘাট স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে সারা বাংলা জুড়ে রক্তদান শিবির

পরিমল কর্মকার (কলকাতা) : নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ২৩ জানুয়ারি কালীঘাট স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন ব্যানার্জীর প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে এক মহা-রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে দীপক স্মৃতি সংঘেও সোমনাথ ব্যানার্জীর (বাবন) সহযোগিতায় রাত্রিকালীন এই মহা-রক্তদান শিবির আয়োজিত হয়।

জানা গিয়েছে বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে দীপক স্মৃতি সংঘে এই রাত্রিকালীন রক্তদান শিবিরে কম বেশি প্রায় শতাধিক মহিলা-পুরুষ রক্তদান করেন। সংগঠকদের পক্ষ থেকে অন্যতম উদ্যোক্তা সোমনাথ ব্যানার্জী (বাবন) জানান, “সারা বাংলায় এদিন মোট ৬০০২ জন মহিলা-পুরুষ রক্তদান করেছেন।”

 

প্রসঙ্গত: সামাজিক যেকোনো কর্মসূচিতে এলাকার অন্যতম দক্ষ সংগঠক সোমনাথ ব্যানার্জীর (বাবন) দাবি, “এটাই রাজ্যে বৃহত্তর রক্তদান শিবির ও সর্বকালীন রেকর্ড।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.