দিল্লির আন্দোলন থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মোদিকে রক্তে লেখা চিঠি
নিউজ ডেস্ক : – কৃষক আন্দোলন নিয়ে প্রতিদিনই প্রতিবাদ সংঘটিত হচ্ছে কিন্তু ,হেল দোল কেন্দ্র সরকারের ,এবার কৃষকের আন্দোলনে রক্তের দাগ। ২৭ দিন ধরে চলা কৃষি আন্দোলনের জমিতে লাগল কৃষকের রক্ত৷ নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার এক দল কৃষক নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দিল্লির সিংঘু সীমান্তে সাক্ষী থেকেছে এই ঘটনার৷ এখানে লুধিয়ানার ভাই ঘনিয়াজি মিশন সেবা সমিতিরি পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করেছেন কৃষকরা৷ মঙ্গলবার শতাধিক মানুষ রক্তও দিয়েছেন৷
কৃষকরা রক্ত দিয়ে মোদিকে যে চিঠি লিখেছেন, সেখানে লেখা রয়েছে, “সুপ্রভাত নরেন্দ্র মোদিজি৷ আমরা নিজেদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি৷ আপনি আমাদের ভোটেই নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন৷ তিনটি কৃষি আইন পাশ করিয়ে আপনি কৃষকদের ঠকিয়েছেন৷ আমরা অনুরোধ করছি আপনি এই প্রত্যাহার করে নিন৷” চিঠির পাশাপাশি বড় পোস্টারও পড়েছে প্রতিবাদ স্থলে৷ সেখানে রক্ত দিয়ে কৃষকরা লিখেছেন, “কালো আইন ফিরিয়ে নিন, ” “আমরা কালো আইন ফিরিয়ে দিচ্ছি৷” “দয়া করে ফিরিয়ে নিন৷”