বি এম পি বায়োফ্লক ফিস ফার্ম মাছ চাষের সেমিনার কান্দীর জীবন্তিতে
জৈদুল সেখ .জিবন্তীঁ:- লকডাউনে কাজ হারিয়ে অনেকেই বেকারত্বের চিন্তা সেই সমস্ত বেকার যুবক যুবতীদের অল্প বিনিয়োগে বাড়িতে বসে বায়োফ্লক পদ্ধতি তে মাছ চাষ করে স্বনির্ভর হওয়ার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে জীবন্তিতে বিকেলে একটি কর্মশালার আয়োজন হয়েছিল।
এই পদ্ধতিতে মাছ চাষ করে কীভাবে স্বনির্ভর হওয়ার যায় তার ট্রেনিং দেওয়া হয়।
বায়োফ্লক পদ্ধতির মাধ্যমে হ্যাচারি, মাছের খাবারের পদ্ধতি, মাছ বড়ো করার বিজ্ঞান সম্মত সহজ পদ্ধতি নিয়ে আজ জীবন্তিতে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন কান্দী ব্লকের আলোচক আমজাদ হোসেন, জীবন্তির সফিউর রহমান সহ একাধিক যুবক।