বেলডাঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, নদীতে ডুবে মৃত্যু ৫,এলাকায় শোকের ছায়া

Spread the love

নিজস্ব সংবাদদাতা : -প্রতিমা বিসর্জনে শোকের আবহ। প্রতিমা নিরঞ্জনের সময় জোড়া নৌকাডুবি। তাঁতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ৫ জনের মৃত্যু হল। দশমীর বিকেলে বেলডাঙ্গার ডুমনিদহ বিলে হাজরা বাড়ির প্রতিমা নিরঞ্জন দেওয়ার প্রস্তুতি শুরু হয়। বিলের মাঝামাঝি, জোড়া নৌকা থেকে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া এদিন চলে। সেই সময় আচমকা ঘটে যায় দুর্ঘটনা। ডুবে যায় দুটি নৌকায়। নৌকা দুটিতে নৌকায় প্রায় ৩০-৩৫জন যাত্রী ছিলেন। বেশিরভাগ লোকজন সাঁতরে পাড়ে আসতে পারলেও, খোঁজ মিলছিল না পাঁচজনের। পরে বিলের জল থেকেই উদ্ধার হয় পাঁচজনের নিথর দেহ।

 

আর পাঁচজনের মতোই প্রতিমা বিসর্জনে শামিল হয়েছিলেন তাঁরা। নৌকোয় দেবী প্রতিমার সঙ্গেই পৌঁছে গিয়েছিলেন মাঝনদীতে। সেখান থেকে আর ফিরে আসা হল না ৫ যুবকের। কয়েকঘণ্টা পর নদীতেই মিলল তাঁদের নিথর দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গায় । দেবীপ্রতিমার সঙ্গেই এলাকার তরতাজা পাঁচ যুবক অরিন্দম বন্দ্যোপাধ্যায় (২৩), পিঙ্কন পাল (২৩), সুখেন্দু দে (২০) নিপন হাজরা বন্দ্যোপাধ্যায় (৩৪) , সোমনাথ হাজরা বন্দ্যোপাধ্যায় (২৩) বিসর্জনে শোকের ছায়া গোটা এলাকায়।

প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো হাজরা বাড়ির পুজো। এই প্রতিমা নিরঞ্জনের পরই, বেলডাঙার অন্যান্য পুজো মণ্ডপের প্রতিমা নিরঞ্জন হয়। সেই নিরঞ্জন পর্বে এই পরিণতিতে এলাকাজুড়ে শোকের আবহাওয়া তৈরি হয়েছে। পুলিশ মনে করছে, বিসর্জনের সময় নৌকা উল্টে, কাঠামোর নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

সোমবার গভীর রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে মোট পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ডুমনি নদীতে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে মৃতদের পরিবারের সদস্যরা। বিসর্জনের রাতেই নিস্তব্ধতা গ্রাস করেছে জমজমাট বেলডাঙাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.