গুজবে কান দেবেন না; গুজব রটাবেন না
নিজস্ব প্রতিনিধি, অয়ন বাংলা, কাকিনাড়া; এখন শান্ত; সেহরী-ইফতার থেকে তারাবীহ সবকিছুই নির্বিঘ্নে হচ্ছে সেখানে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে কাকিনাড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বললেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব।
উল্লেখ্য, রাজ্য সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে কাকিনাড়া গিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব, কলকাতা জেলা জমিয়তে উলামার সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব, সম্পাদক জিল্লুর রহমান আরিফ সাহেব প্রমুখ। সেখানে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, স্থানীয় মানুষদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ও তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তারপর থেকে নিয়মিতভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে শান্তি ফেরানোর প্রচেষ্টা চালিয়ে গেছেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব বলে জমিয়তসূত্রে জানা গেছে।( কাকিনাড়ার এক মসজিদে মুসল্লিদের সঙ্গে আলোচনারত জমিয়তের প্রতিনিধি দল)