নিউজ ডেস্ক :- এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। কয়েকদিন আগেই দিলীপ ঘোষের জ্বর এসেছিল। তারপরই তাঁর করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। রিপোর্ট পজিটিভ হওহায় শুক্রবার সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ১০২ জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে জ্বর ছাড়া দিলীপ ঘোষের অন্য কোনো উপসর্গ নেই। শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিকঠাক আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দিলীপ ঘোষ মোটামুটি সুস্থ আছেন।
মাস খানেক আগেই দিলীপ ঘোষ বলেছিলেন, ‘করোনা চলে গিয়েছে। তা সত্বেও দিদিমণি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) শুধু-শুধু লকডাউন করে ঢং করছেন। আসলে বিজেপি যাতে এ রাজ্যে মিটিং-মিছিল না করতে পারে, সেই কারণেই লকডাউন করা হচ্ছে। কিন্তু আমরা মিছিল করবই। যেখানে বেরোব, সেখানেই মিছিল হবে। যেখানে দাঁড়াব, সেখানেই মিটিং হয়ে যাবে। কারও আটকানোর ক্ষমতা নেই। আমাদের মিটিংয়ের ভিড় দেখে দিদির ভাইদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই শরীর খারাপ করোনার নয়, বিজেপির।’ দিলীপের সেই মন্তব্যের নিন্দা হয়েছিল সর্বস্তরে। একজন দায়িত্বশীল রাজনীতিকের এমন কথায় ভুল বার্তা যেতে পারে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা।
বলা বাহুল্য, করোনার এই মহামারীর মধ্যেই একের পর এক রাজনৈতিক কর্মসূচি করে চলেছে বিজেপি। তাতে বিধিনিষেধ উপেক্ষা করেই লোক সমাগম হচ্ছে। অনেক অনুষ্ঠানেই উপস্থিত থাকছিলেন দিলীপ ঘোষ নিজে। ফলে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় বিজেপি শিবির।