BREAKING NEWS
বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করলো তৃণমূল
পরিমল কর্মকার (কলকাতা): দল-বিরোধী কথাবার্তা বলার দরুণ শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস।
শৃঙ্খলা রক্ষা কমিটি এবার কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করল .বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস,এরপর যে দলবিরোধী সিদ্বান্ত নিবে তাকেই দল থেকে বহিষ্কার করা হবে এমনটাই সুত্রের খবর মারফত জানা যাচ্ছে ।