ব্রেকিং:প্রকাশিত হল সমীক্ষা এই মুহূর্তে ভোট হলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিষাবে আবার ক্ষমতায় তৃণমূল,

Spread the love

নিউজ ডেস্ক:- একুশের ভোট নিয়ে উত্তেজনার পারদ দিন দিন বাড়ছে ,চারিদিকে চলছে জোর আলোচনা ,কে আসছে বাংলায় এই নিয়ে চলছে জোর চর্চা ।এরই মধ্যে আজ প্রকাশিত হল ABP আনন্দে ভোটের সমিক্ষা । বিধানসভা ভোট আসন্ন। সব রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি শুরু করে দিয়েছে জোরকদমে। বাংলায় ২০০ আসন বিজেপি পাবে বলে ঘোষণা করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে তৃণমূলের ভোট ম্যানেজার প্রশান্ত কিশোর জানিয়েছেন, রাজ্যে ১০০-র বেশি আসন পাবে না বিজেপি। এরমধ্যে ভোট সমীক্ষা প্রকাশ করেছে এবিপি আনন্দ। কোন দল পেতে পারে কত আসন? কারা পেতে পারে কত শতাংশ ভোট। কী বলছে সি ভোটারের জনমত সমীক্ষা। বাংলার বিধান-ওপিনিয়ন পোল।

এই মুহূর্তে ভোট হলে করা কতগুলো আসন পেতে পারে এক মুহূর্তে দেখি নিন-

তৃণমূল: ১৫৪-১৬২
বিজেপি: ৯৮-১০৬
বাম কংগ্রেস জোট:২৬-৩৪
অন্যান্য: ২-৬

ভোটের শতাংশ হিসাব-

তৃণমূল: ৪৩%
বিজেপি: ৩৮%
বাম কংগ্রেস জোট:১২%

তবে সমীক্ষা কোন ফলাফল নয় আভাস মাত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.