অসহায় ইটভাটা পরিযায়ী শ্রমিকদের পাশে
CPIM এর SITU ( সিটু) সংগঠন
জৈদুল সেখ অয়ন বাংলা , বহরমপুর :-
চলছে লকডাউন ইতিমধ্যেই কাজ করতে আসা হাজার হাজার শ্রমিক আটকে পড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ।
এই রকম বহরমপুরের কলাবাগানের তিনটি ইট ভাটায় প্রায় তিনশোর বেশি পরিবার কাজ হারিয়ে খাদ্যের সংকটে না খেয়েই দিন কাটাচ্ছে।
সেই সমস্ত অসহায় শ্রমিকদের পাশে দাড়ালো বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিটু।
প্রায় তিনশোটি পরিবারের হাতে তুলে দিল চাল, ডাল, বিস্কুট সহ নিত্য সামগ্রী।
উপস্থিত ছিলেন সিটুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জামীর মোল্লা সহ একাধিক নেতৃবৃন্দ
জামীর মোল্লা বলেন কেবল মাত্র ইটভাটার শ্রমিক নয়, সরকার কে বিড়ি শ্রমিক থেকে খেটে খাওয়া সমস্ত মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে।