ওয়েব ডেস্ক,অয়ন বাংলা:-বিগ্রেডে নরেন্দ্র মোদীর সভা কম সময়ের নোটিসে ,তাই রাজ্য বিজেপির নেতাদের কালঘাম ছুটছে,ব্রিগেড ভরাতে ,তিপান্ন লক্ষ টাকা খরচ করে ট্রেন
ভাড়া করতে হল।
২০১৪ সালের পর আবার ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদী। তাই ব্রিগেড ভরাতে লোক আনার জন্য চারটে ট্রেন ভাড়া করেছে বিজেপি। যার জন্য খরচ হয়েছে প্রায় ৫৩লক্ষ টাকা। কিন্তু সেই ট্রেনগুলি পুরো ভরতি হওয়া তো দূর, ভরল না একটা কামরাও!
ঝাড়গ্রাম, লালগোলা, পুরুলিয়া, রামপুরহাট– এই চারটি জায়গা থেকে ট্রেন রওনা দিয়েছে। কিন্তু ঝাড়গ্রাম থেকে যে বিশেষ ট্রেন ছাড়ল, তার একটি কামরাও পুরোপুরি ভরতি হয়নি বলেই খবর।
বিজেপি নেতারা যতই দাবি করুন, রেকর্ড ভিড়ের ব্রিগেড করবেন তারা, বাস্তব চিত্র কিন্তু তাঁদের মাথায় চিন্তার ভাঁজ ফেলতে পারে।
জানা গিয়েছে, ভোর ৪টের সময় ট্রেন হাওড়ার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও সেসময় লোক হয়নি দেখে ট্রেনের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়। শেষে সকাল পৌনে সাতটা নাগাদ ট্রেন ছাড়ে। কিন্তু তাতেও মেরেকেটে ১৫০ জন লোক ছিল বলেই জানা গিয়েছে। আজকে নমোজীর দুটি সবা আছে।